WBBSE Madhyamik Answer Sheet PDF: মাধ্যমিকের খাতার প্রথম পাতা, PDF ডাউনলোড করে নিন!

Nitya Gorai

Updated on:

WBBSE Madhyamik Sample Exam Answer Sheet PDF

আসল ম্যাচে খেলার আগে যেমন ওয়ার্ম আপ বা প্র্যাকটিস ম্যাচ খেলতে হয়, ঠিক সেরকমই মাধ্যমিকের ফাইনাল বোর্ড পরীক্ষার আগে বাড়িতে মক টেস্ট প্র্যাকটিস করতে হয়। পাশাপাশি সম্পূর্ণ পরীক্ষার পরিবেশ পেতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে খাতাতে পরীক্ষা হয় তারই নমুনা কপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা হতে চলেছে

— Advertisement —

WBBSE Madhyamik Sample Answer Sheet PDF: পর্ষদের নমুনা উত্তর খাতা

পরীক্ষার খাতা তে কি কি লিখতে হয়? ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নে যেহেতু পরীক্ষা, বাড়তি কি কি থাকে? চিন্তার কোন কিছু নেই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন।

WBBSE পর্ষদের তরফ থেকে এটি কোনভাবেই প্রকাশ করা হয়নি। ছাত্র-ছাত্রীদের কথা ভেবে EduTips টিম, আপনাদের জন্য একটি ডিজাইন করেছে এবং বিনামূল্যে আপনারা এটি সংগ্রহ করে নিতে পারবেন

এটি কিভাবে প্রস্তুতিতে বাড়তি সাহায্য করবে?

— Advertisement —

যে কোন অনলাইন বা সাইবার ক্যাফেতে গিয়ে দুটি পিডিএফ (একটি সমস্ত বিষয়ের জন্য অপরটি ইংরেজি জন্য) প্রিন্ট আউট করে নেবে। তারপর যত ইচ্ছা খুশি সেখান থেকে জেরক্স করবে এবং প্র্যাকটিস করবে বাড়িতে।

WBBSE Madhyamik Sample Answer Sheet Question Paper
Madhyamik English Sample Answer Sheet WBBSE
অরিজিনাল প্রিন্ট আউট টা সংগ্রহ করে রেখে দেবে, পরীক্ষার আগের দিনও একবার করে দেখে যেতে সাহায্য করবে।

পরীক্ষার দশ দিন আগে তোমরা এডমিট পাবে, সেই অ্যাডমিট পাওয়ার পরে প্রত্যেকটা পরীক্ষার সাবজেক্ট হিসাবে একটা করে ফরমের মতো নিজেরা বাড়িতে পূরণ করবে, এতে পরীক্ষার হলে গিয়ে নতুন কিছু মনে হবে না।

★★ মাধ্যমিক Success সাজেশন সমস্ত বিষয় (লাস্ট মিনিট প্রস্তুতি) ➦ সংগ্রহ করুন ⇓

Madhyamik All Subjects Last Minute Suggestion Question Answer PDF
উপরের ছবির উপর ট্যাপ বা ক্লিক করুন ↗
স্যাম্পেল উত্তরপত্রসংগ্রহ লিংক
সমস্ত বিষয়ের জন্য (উত্তরপত্রের প্রথম পাতা)
Size: 212 KB
Download PDF
ইংরেজি বিষয়ের জন্য (প্রশ্নের প্রথম পাতা)
Size: 187 KB
Download PDF

নোটস, সাজেশন এবং মাধ্যমিক 2026 প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেটwhatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗

এতে যেমন তোমাদের আত্মবিশ্বাস পারবে, পাশাপাশি পরীক্ষার হলেও বাড়তি সময় পাবে প্রশ্ন দেখার জন্য।

Join Group

Telegram