WBMDFC: মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিনামূল্যে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ! অনলাইনে আবেদন দেখে নিন

Anjan Mahata

Updated on:

WBMDFC Various Computer Trainings for Westbengal Students

রাজ্যের পড়ুয়াদের জন্য রয়েছে দারুণ সুযোগ! মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগমের উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্য কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণের শেষে সার্টিফিকেট ও দেওয়া হবে ছাত্রছাত্রীদের। কোন ছাত্র-ছাত্রীরা সরকারের এই প্রশিক্ষণ নিতে পারবে এবং এই প্রশিক্ষণ নেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের কি কি যোগ্যতার প্রয়োজন? এছাড়াও কতদিন ধরে চলবে প্রশিক্ষণ? সমস্ত জানতে অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। 

— Advertisement —

WBMDFC Various Computer Trainings: সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ 

রাজ্য সরকারের তত্ত্বাবধানে এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগমের উদ্যোগে রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। কম্পিউটার ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ নিতে হলে ছাত্র-ছাত্রীদের যোগ্যতার পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। ছাত্র-ছাত্রীদের এই প্রশিক্ষণ কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় করানো হবে। 

কোন কোন ছাত্র-ছাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে 

রাজ্যের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের (বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সী ও শিখ) বিভিন্ন উন্নত বিষয়ে চাকরি-ভিত্তিক পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে। রাজ্য সরকারের এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে হলে ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন রয়েছে। 

  • শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই সুবিধা দেওয়া হবে। 
  • পড়ুয়াকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 
  • ছাত্র-ছাত্রীদের কম্পিউটার ভিত্তিক একাধিক প্রশিক্ষণ দেয়া হবে এক্ষেত্রে প্রত্যেকটি প্রশিক্ষণের সুবিধা নেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট বয়সের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বয়স ০১.০৮.২০২৪ তারিখ অনুযায়ী গণনা করা হবে। 

কম্পিউটার ভিত্তিক কোর্সসমূহ 

— Advertisement —

এবার দেখে নেওয়া যাক রাজ্য সরকার তরফ থেকে রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের কোন কোন কোর্স করানো হবে। 

সাইবার নিরাপত্তায় স্নাতকোত্তর সার্টিফিকেট

কোর্সের সময়কাল: কোর্সের মোট সময় কাল হল ৬ মাস। সপ্তাহে ৫ দিন ক্লাস হবে প্রতিদিন 5 ঘন্টা।
যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই  Science, Engineering, BCA, MCA কোর্সে স্নাতক পাস করতে হবে, কম্পিউটার অপারেটিং সিস্টেমের উপর পর্যাপ্ত জ্ঞানের সহিত।
বয়স: আবেদনকারীর বয়স ২১ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। 

Certified Ethical হ্যাকার কোর্স 

কোর্সের সময়কাল: কোর্সের মোট সময় কাল হল মাত্র ৩ মাস। সপ্তাহে ২ দিন ক্লাস হবে প্রতিদিন ২ ঘন্টা করে।যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই  উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই আবেদনকারীর Linux এর জ্ঞান থাকতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। 

Diploma in Hardware Technology

কোর্সের সময়কাল: কোর্সের মোট সময় কাল হল ৬ মাস। সপ্তাহে ৫ দিন ক্লাস হবে প্রতিদিন ৩ ঘন্টা করে।যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই  উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। 

মিস করবেন না: RBI90 Quiz Contest: রিজার্ভ ব্যাংকের কুইজ প্রতিযোগিতা! দশ লাখ টাকা পুরস্কার জেতার সুযোগ

গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক 

অফিসিয়াল ওয়েবসাইটwww.wbmdfc.org
অনলাইনে আবেদনের সরাসরি পোর্টালhttps://training.wbmdfc.org/minor_apps/
আবেদনের শেষ তারিখ২১/০৯/২০২৪ 
হেল্পলাইন নাম্বার1800-120-2130

Join Group

Telegram