আমাদের মধ্যে অনেকেরই ইচ্ছা থাকে ভবিষ্যতে ভূগোল নিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করার। উচ্চ-মাধ্যমিক স্তরে অনেক ছাত্র-ছাত্রীদেরই ভূগোল থাকে, কিন্তু উচ্চশিক্ষায় ভূগোল নিয়ে পড়াশোনা করে কি কি হওয়া যায় বা কেরিয়ারের কি কি অপশন রয়েছে? সেগুলো তারা ঠিকমত জানে না; ফলস্বরূপ তাদের মধ্যে মাঝেমধ্যেই নানারকম অনিশ্চয়তা লক্ষ্য করা যায়।
এই সমস্ত কিছু মাথায় রেখেই ছাত্র-ছাত্রীদের জন্য আমার আজকের প্রতিবেদন, যেখানে থাকবে ভূগোলের হায়ার স্টাডি সংক্রান্ত সমস্ত তথ্য। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত ধৈর্য্য সহকারে পড়ে জেনে নাও সমস্ত খুঁটিনাটি।
ভূগোল নিয়ে উচ্চশিক্ষা: আধুনিক সময়ে স্মার্ট চয়েস (Higher Study Guide in Geography)
ভূগোল (Geography) এখন আর শুধু মানচিত্র আর নদ-নদীর বিষয় নয়—এটি এক আধুনিক, প্রযুক্তিভিত্তিক ও গবেষণামূলক শাস্ত্র। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তর থেকে সায়েন্স বা আর্টস—যেকোনো বিভাগ থেকেই ছাত্রছাত্রীরা ভূগোল নিয়ে (Graduation), (Post Graduation), ও (Ph.D.) করতে পারে।
অনেকে জানেন না, Geological Survey of India, India Meteorological Department, ISRO, Remote Sensing & GIS Labs, বা (Urban Planning Commission)-এ যারা কাজ করেন—তাঁদের অনেকেই ভূগোলবিদ।
দক্ষতা থাকলে আপনি (Satellite Mapping), (Climate Analysis), (Disaster Management), এমনকি (Geospatial Technology)-র মতো ফিল্ডে সহজেই ক্যারিয়ার গড়তে পারেন।
উচ্চ মাধ্যমিক স্তর (Class 11-12 – WBCHSE)
বিজ্ঞান বিভাগ (Science) ও মানবিক বিভাগ (Arts) – উভয় ক্ষেত্রেই ভূগোল পড়ানো হয়। এটি একটি প্র্যাকটিক্যাল সাবজেক্ট তাই ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ল্যাবেতেও যথেষ্ট সময় দিতে হয়। HS-এ ভালো নম্বর পেলে ভবিষ্যতে ভালো কলেজে ভর্তি পাওয়া সহজ হয়।
স্নাতকে (UG) ভূগোল – নিয়ে পড়াশোনা
Arts- এর Students– রা উচ্চ-মাধ্যমিকের পর স্নাতক ভূগোল নিয়ে পড়াশোনা করতে চাইলে উচ্চ-মাধ্যমিক স্তরে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা শিক্ষাবিজ্ঞান – এই Subject – গুলিকে রাখতে পারো, কারণ নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো Arts- এর Student দের ক্ষেত্রে এই Subject- গুলি নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়। তবে ভূগোল যেহেতু একটি Science based subject, তাই Science নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের স্নাতকে ভূগোল নিয়ে পড়াশোনার ক্ষেত্রে বরাবরই অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।
প্রসঙ্গত উল্লেখ্য, NEP system– এর 04 বছরের স্নাতকে ভূগোল নিয়ে পড়াশোনা করা যে সমস্ত শিক্ষার্থীদের 75% নম্বর থাকবে তাদের আলাদা করে Master’s করার প্রয়োজন হয় না, তারা সরাসরি PhD করার সুযোগ পাবে।
দেখে নাও: UPSC All Exam List: UPSC-তে কি কি সরকারি চাকরির পরীক্ষা হয়ে থাকে? বিস্তারিত তালিকা সহ তথ্য
স্নাতকোত্তরে (PG) ভূগোল: Post Graduation
04 বছরের স্নাতক স্তরে 75% নম্বর না থাকলে সংশ্লিষ্ঠ শিক্ষার্থীদের 01 বছরের স্নাতকোত্তর বা Master’s করতে হয়। ভূগোলের বিভিন্ন শাখাপ্রশাখা মূলত স্নাতকোত্তর স্তর থেকেই ভাগ হতে শুরু করে। এখানে ভূগোলের বিভিন্ন শাখায় আলাদা করে Specialization করার সুযোগ পাওয়া যায়।
ভূগোলে PhD, Research, JRF
ভূগোলে 04– বছরের স্নাতকে যে সমস্ত শিক্ষার্থীদের 75% নম্বর থাকে, তারা সরাসরি PhD করার সুযোগ পায়। প্রসঙ্গত, ভূগোলে PhD করার জন্য শিক্ষার্থীদের UGC NET পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীরা “With or Without Fellowship” নিয়ে PhD করতে পারে। এই স্তরে ভূগোলের বিভিন্ন শাখায় গবেষণা করার সুযোগ পাওয়া যায়।
ভূগোলে Post- Doctorate
যেসব প্রার্থীরা সফলভাবে PhD complete করতে পারেন, তারাই পরবর্তী পর্যায়ে ভূগোলে Post Doctorate করার সুযোগ পাবে। এক্ষেত্রে বিদেশেও তোমরা গিয়ে এই ডিগ্রী করতে পারো, Post-Doctoral ডিগ্রি পাওয়া যেকোনো শিক্ষার্থীর কাছে নিঃসন্দেহে শিক্ষাজীবনের অন্যতম বড় প্রাপ্তি।
বিস্তারিত দেখো: How to Become Professor: প্রফেসর কিভাবে হবে? কতদূর পড়তে হয়? যোগ্যতা পরীক্ষা সবকিছু
ভূগোলে কেরিয়ার অপশন & চাকরির ক্ষেত্র (Jobs After Geography)
বলা হয়ে থাকে, ভূগোল নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা কখনও বেকার বসে থাকে। সত্যি বলতে, ভূগোল নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য প্রচুর কেরিয়ার অপশন রয়েছে। এরকমই কিছু উল্লেখযোগ্য কেরিয়ার অপশন হল –
চাকরির নাম (Job Role) | ন্যূনতম যোগ্যতা (Qualification) | নিয়োগকারী সংস্থা (Hiring Body) | সংক্ষিপ্ত ব্যাখ্যা (Job Description) |
---|---|---|---|
WBCS / UPSC Officer | গ্রাজুয়েশন (Graduation) | রাজ্য ও কেন্দ্র সরকার (State & Central Govt.) | প্রশাসনিক দায়িত্ব, নীতি প্রণয়ন, মাঠপর্যবেক্ষণ |
School Teacher (Geography)(বিদ্যালয় শিক্ষক) | B.Ed + গ্রাজুয়েশন | WBSSC (স্কুল সার্ভিস কমিশন) | মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পর্যায়ে ভূগোল পড়ানো |
College Professor(কলেজ অধ্যাপক) | M.A/M.Sc + NET/SET | সরকারি/বেসরকারি কলেজ, PSC | উচ্চশিক্ষায় ভূগোল শেখানো, গবেষণা |
Survey Officer / Cartographer(ম্যাপ নির্মাতা ও জরিপকারী) | B.Sc + বিশেষ স্কিল | Survey of India, Forest Dept. | মানচিত্র ও ভৌগলিক জরিপ কাজ |
GIS Specialist / Remote Sensing Analyst(GIS ও রিমোট সেন্সিং বিশেষজ্ঞ) | PG + GIS/RS ট্রেনিং | ISRO, NRSC, DRDO, বেসরকারি সংস্থা | স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ, মানচিত্র ডিজাইন |
Meteorologist (আবহাওয়াবিদ) | M.Sc in Meteorology / Geography | IMD, ISRO, NCMRWF, DRDO | আবহাওয়া পূর্বাভাস, জলবায়ু বিশ্লেষণ |
Geomorphologist (ভূপ্রকৃতি বিশেষজ্ঞ) | M.Sc / Ph.D in Geomorphology | Geological Survey, Research Institute | ভূমির গঠন ও পরিবর্তন নিয়ে গবেষণা |
Oceanographer (সমুদ্রবিদ) | M.Sc in Oceanography / Marine Science | INCOIS, NIOT, DRDO | সমুদ্রের প্রবাহ, উপকূল বিশ্লেষণ |
Environmental Consultant (পরিবেশ পরামর্শদাতা) | M.Sc in Env. Science / Geography | Pollution Control Board, Private Firms | পরিবেশগত প্রভাব বিশ্লেষণ, টেকসই নীতি পরামর্শ |
Urban Planner (শহর পরিকল্পনাবিদ) | M.Plan / Geography | Town Planning Dept, NGOs, Private Planning Firms | নগর উন্নয়ন, অবকাঠামো পরিকল্পনা |
Disaster Management Expert (দুর্যোগ ব্যবস্থাপক) | PG in DM / Geography | NDMA, UNDP, Red Cross, NGO | ভূমিকম্প, বন্যা, ঝড়ের মোকাবিলা ও পরিকল্পনা |
Map Designer (Geospatial Tech Expert)(মানচিত্র ডিজাইনার) | PG / Certificate in Geospatial Tech | Google, ESRI, Tech Companies | ইন্টারেক্টিভ ডিজিটাল ম্যাপ তৈরি ও বিশ্লেষণ |
অবশ্যই দেখবে: Banking Job: ব্যাংক সেক্টরে চাকরির গাইড! যোগ্যতা কি লাগবে? ক্লার্ক, অফিসার সমস্ত তথ্য
ভূগোলের হায়ার স্টাডি সংক্রান্ত আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আলোচনা থেকে আসা করি তোমরা বুঝতেই পেরেছো ভূগোলের কেরিয়ার অপশন কতটা দূর বিস্তৃত এবং এর ভবিষ্যৎ কতটা আলোকজ্জ্বল; তাই তোমাদের মধ্যে থেকে কেউ ভূগোল নিয়ে হায়ার স্টাডি করার সিদ্ধান্ত নিয়ে থাকলে তা যে একদম সঠিক সিদ্ধান্ত একথা বলার অপেক্ষা থাকে না।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »