Pujo Vacation 2024: পুজোর ছুটি নিয়ে পড়াশোনায় বিস্তর ফারাক ছাত্র-ছাত্রীদের! বৈষম্য ক্লাসেও চিন্তায় অবিভাবকরা।

WB School Durga Pujo Vacation 2024

WB School Durga Pujo Vacation 2024: সম্প্রতি রাজ্যজুড়ে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল গুলিতে ছুটি নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা পর্ষদ। সাধারণত গরমের ছুটি বা পূজোর ছুটিতে শিক্ষার্থীরা একটানা একমাস অব্দি ছুটি পান। কিন্তু এই লম্বা ছুটির কারণে ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের প্রত্যহ ক্লাসগুলিতে । অধিকাংশ সময়ে ছুটি থাকায় তারা তাদের নিয়মিত ক্লাসগুলি অংশগ্রহণ করতে পারেন না বা স্কুল বন্ধ থাকার কারণে তাদের পঠন-পাঠন পিছিয়ে পড়ছে। আর সেই দিকেই লক্ষ্য রেখে সম্প্রতি বছরের শিক্ষা পর্ষদ পুজোর ছুটি নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে।

পুজোর ছুটি নিয়ে পড়াশোনায় বিস্তর ফারাক

রাজ্যের প্রায় পঞ্চাশ হাজার প্রাথমিক স্কুলগুলি চলতি বছরের লক্ষী পূজোর দুদিন পর থেকে কালী পূজার আগে অব্দি খোলা থাকবে অর্থাৎ পঠন-পাঠন চলবে। কিন্তু তার পাশাপাশি মাধ্যমিক ৯৯৯১ ও উচ্চমাধ্যমিক ৬৭৭১ টি স্কুল বন্ধ থাকবে। আর সামগ্রিকভাবে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অব্দি একটি সম্পূর্ণ শিক্ষা বর্ষে উঁচু শ্রেণীর পড়ুয়াদের তুলনায় নিচু শ্রেণি পড়ুয়াদের বেশি ক্লাস হয়। আর পর্যাপ্ত ক্লাসের অভাবে ব্যাহত হতে পারে শিক্ষার্থীদের সেমিস্টারের পঠন পাঠন।

এভাবে দিনের পর দিন নানা ছুটির বাহানায় স্কুল গুলি বন্ধ থাকলে পড়াশোনায় বড়সড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকেই । এছাড়া উঁচু শ্রেণী পড়ুয়াদের অভিভাবকরা অনেক ক্ষেত্রেই তাদের পড়াশোনা বিষয় উদ্বেগে থাকেন। কেননা ছুটি মানেই যে প্রত্যেক ছাত্র-ছাত্রী বাড়িতে বসে পড়াশোনা করে তা কিন্তু নয় বেশিরভাগ ছাত্রছাত্রীরাই ছুটির আমেজে মোবাইলের পিছনেই অধিকাংশ সময় ব্যয় করে। কিন্তু সেই দিক থেকে স্কুলে গেলে তাদের অন্তত কিছুটা সময় মোবাইল থেকে দূরে রাখা সম্ভব হয়।

পূজোর ছুটি নিয়ে শিক্ষক মহলের মতভেদ

তবে শিক্ষকদের একাংশ এই বিজ্ঞপ্তি প্রতি মন্তব্য করেছেন তাদের মতে ছুটির দিনে একটু ছুটির আবেগে থাকতেই পারে সেক্ষেত্রে পড়াশোনার খুব একটা বড়সড় ক্ষতি হবে না। কিন্তু পাশাপাশি পড়াশোনা দিকটাও দেখতে হবে। দিনের পর দিন একটানা লম্বা ছুটি খাওয়ার ফলে শিক্ষার্থীরা পড়াশোনার কাছ থেকে ক্রমাগত দূরে সরে আছে আর তার হাতেনাতে প্রমাণ আমরা চলতি বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা গুলিতে পেয়েছি।

তবে অন্য একটি অংশে শিক্ষকদের দাবি লক্ষ্মী পূজার পরে এবং কালী পূজার আগেই মোট ১৫ দিন সময়ের মধ্যে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক স্তরের স্কুলগুলি খোলা যেতেই পারে কেননা পুজো শেষ হলেই তাদের টেস্ট পরীক্ষা। সে ক্ষেত্রে এই সময়টিতে স্কুল থাকলে ছাত্র-ছাত্রীরা বিশেষ উপকৃত হতে পারে।

অবশ্যই পড়ুন » WB School Summer Vacation 2024: ভোটের জন্য স্কুলে এগিয়ে এলো গরমের ছুটি! কত দিন ছুটি থাকবে দেখে নিন?

পুজোর ছুটি নিয়ে চিন্তায় অবিভাবকরা

কিন্তু দিনের পর দিন একটানা ছুটিতে ঘরে বসে আদৌ কতটা উপকৃত হয় তা নিয়ে মন্তব্য জানিয়েছেন অভিভাবকেরা। কেননা ছুটির অধিকাংশ সময়ই সকল স্তরের ছাত্রছাত্রীরা মোবাইলে মশগুল হয়ে থাকে এবং তাতে তাদের পড়াশোনার কতটা ক্ষতি হচ্ছে এবং তা নিয়ে পড়াশোনায় ঠিক কতটা ক্ষতি হচ্ছে তা নিয়ে অভিভাবকেরা উদ্বেগে থাকেন।

তাদেরও দাবি এই ছুটির পরিমাণ কমানোর দরকার। ছাত্র-ছাত্রীদের কাছে ছুটি মানেই প্রত্যহ দিনের নিয়মিত রুটিনের বাইরে অবকাশ সময় কাটানো । ছুটি মানেই দুপুরে একটানা ঘুম , আর পড়াশোনার পালা চুকিয়ে মোবাইলে মশগুল থাকা। তাই এই ছুটির অবকাশ পড়ুয়াদের আদৌ কতটা দরকার সেই নিয়ে দাবি তুলেছেন অভিভাবকেরা।

পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট » https://banglarshiksha.gov.in/

অবশ্যই পড়ুন » School Holiday: এপ্রিল মাসে একাধিক ছুটি পাবে পড়ুয়ারা? একনজরে দেখে নিন এপ্রিল মাসে স্কুল ছুটির তালিকা।

অবশ্যই চলতি বছরে ভোটের সময় বিভিন্ন স্কুল কলেজ গুলিতে ভোট দান কেন্দ্র হওয়ায় একটানা ২২ দিন গরমের ছুটি পড়েছে‌ । প্রাথমিক ,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল স্তরে ছাত্র ছাত্রীরা এই ছুটি পাবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram