Madhyamik Pass 2024 Student Benefits: মাধ্যমিক উত্তীর্ণদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা, নতুন প্রকল্প? সুবিধা দেখে নিন

Madhyamik Pass 2024 Westbengal Students Benefits

Madhyamik Pass 2024 Students Benefits in Westbengal Latest Update: বৃহস্পতিবার, 2 মে 2024 সকাল 9 টায়, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সাথে সাথে রাজ্যের শিক্ষার্থীদের মনে আনন্দের ঝড়। উত্তীর্ণদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু শুভেচ্ছাই নয়, উচ্চমাধ্যমিকে এগিয়ে যাওয়ার পথে তিনি নতুন সুযোগের দরজাও খুলে দিয়েছেন। প্রতিবেদনটা পড়বেন সব কিছুর জন্য যাবেন!

   

উত্তীর্ণ শিক্ষার্থীদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ঘোষণা

Madhyamik Pass 2024 Westbengal Students Benefits: মাধ্যমিকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন তার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন এবং তাদের অভিভাবক ও শিক্ষকদেরও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

মুখ্যমন্ত্রী সকল ছাত্রছাত্রীকে উচ্চমাধ্যমিকে ভালো করে পড়াশোনা করার জন্য উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, সরকার তাদের পাশে আছে এবং তাদের সকল স্বপ্ন পূরণে সাহায্য করবে।

দেখে রাখো: Madhyamik Result PPR-PPS 2024: মাধ্যমিক রেজাল্ট PPS-PPR রিভিউ করে নম্বর বাড়ান

Madhyamik Pass Scholarship ও সুযোগ সুবিধা কি কি রয়েছে?

মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা সফলভাবে উচ্চমাধ্যমিকে ভর্তি হলেই তাদের থাকবে না পড়াশোনার কোন চিন্তা! যোগ্যতার ভিত্তিতে উচ্চমাধ্যমিকে ভর্তি হলেই এই স্কলারশিপ পাবেন সকল ছাত্রছাত্রী। এই পদক্ষেপ শিক্ষার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অটুট প্রতিশ্রুতিরই প্রমাণ।

  • সমস্ত ছাত্রছাত্রী কোনো না কোনো একটা স্কলারশিপ পাবে। স্বামী বিবেকানন্দ, নবান্ন স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ!
  • একাদশ শ্রেণীতে পড়াশোনা চলাকালীনই এককালীন ১০ হাজার টাকা ট্যাবলেট কেনার অনুদান পাবে।

বিস্তারিত: মাধ্যমিকের পর স্কলারশিপ, কেরিয়ার? বিনামূল্যে গাইড, দেখে নিন কিভাবে

এ বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল মোটামুটি ভালো। পাশের হার বৃদ্ধি পেয়েছে এবং মেয়েরা ছেলেদের তুলনায় বেশি ভালো করেছে। সুযোগের দরজা উন্মোচিত হওয়ায় তাদের মনে জাগছে উজ্জ্বল ভবিষ্যতের আশা। শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সমস্ত প্রকল্প থেকে স্কলারশিপ খুঁটিনাটি পেতে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত থাকো, যখন আবেদন শুরু হবে তখন সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram