EduTips Careers: কনটেন্ট রাইটার, YouTube ও সোশ্যাল মিডিয়া কাজের জন্য অনলাইনে সুযোগ! রইল বিস্তারিত

EduTips Careers Westbengal Online Bengali Content Writer Editor Graphics Designer Work from Home Job

আপনি কি একজন প্রতিভাবান কনটেন্ট রাইটার, গ্রাফিক্স ডিজাইনার, বা ভিডিও এডিটর? অথবা অনলাইনে লেখালেখি করেন, ইউটিউবে ভিডিও বানাতে পারেন বা instagram বা ফেসবুকে পোস্ট করা এবং রিল ম্যানেজ করতে পারেন? তাহলে আপনার জন্য সুখবর! আপনাকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় এডুকেশনাল প্লাটফর্ম EduTips.in টিমে যুক্ত হওয়ার অগ্রিম শুভকামনা জানাই! আমরা আমাদের সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটের জন্য নতুন প্রতিভা খুঁজছি।

   

কোন কোন পদের জন্য আমরা অনলাইনে কাজের সুযোগ দিচ্ছি যেগুলো আপনারা বাড়িতে বসেই করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত নিচে বলা থাকলো।

EduTips Bangla কি এবং এখানে কি কাজ হয়?

এডু টিপস (EduTips) হল পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অনলাইন Blog Career প্লাটফর্ম – যেখানে ছাত্র-ছাত্রীদের গাইডেন্স করার সমস্ত রকমের সুযোগ সুবিধা রয়েছে! কেরিয়ার থেকে স্কলারশিপ – অনলাইন কোর্স থেকে নোট সাজেশন স্টাডি মেটেরিয়াল!

ইতিমধ্যই ছোট একটা টিম বানিয়ে কাজ করা হচ্ছে – এমন কি যে প্রতিবেদন বা আর্টিকেলগুলি আপনি পড়ছেন সেটাও একটা ছোট টিমের তৈরি। এরকম আর্টিকেল বা কনটেন্ট লেখা, তার সঙ্গে ফেসবুক ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম গুলোতে রেগুলার পোস্ট করা – যেটাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলা হয়। ইউটিউবে পড়ানো তার সঙ্গে পোস্টার/Thumbnail ডিজাইন এবং মাইক্রোসফট ওয়ার্ড (MS Word) এর মত সফটওয়্যারে কাজ করা যেখানে একচুয়ালি Notes PDF বানানো হয়!

আরো খবর: ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ সম্পর্কে কী জানালেন রাজ্য পুলিশ কমিশন? বিস্তারিত জানুন

How to Apply: কিভাবে অনলাইনে ফর্ম ফিলাপ করবেন?

আপনি অনলাইন পোর্টালে সরাসরি লিংক থেকেও আবেদন করতে পারেন, অথবা বিস্তারিত প্রসেস নিচে বলে দেওয়া থাকলো –

  1. প্রথমে আপনাকে google বা ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং সার্চ করতে হবেEduTips Bangla
  2. ওয়েবসাইটের হোমপেজে আপনি সমস্ত রকম এডুকেশনাল কন্টেন্ট এবং পেয়ে যাবেন।

ওয়েবসাইট Scroll করে একদম নিচে চলে যাবেন সেখানে “Join Our Team!” নামে লাল রঙের একটি লিঙ্ক পেয়ে যাবেন – সেখানে গিয়ে আবেদন ফরম সহ বিস্তারিত কোন কোন পদের জন্য অনলাইনে কাজ হচ্ছে জানতে পারবেন। EduTips Careers Online Bengali Content Writer, Editor Graphics Designer Work from Home Job. তাই, নিজেদের এডিটর এবং লেখক লেখিকা বন্ধু-বান্ধবদের সঙ্গে এই খবরটি পৌঁছে দিন।

ফরম ফিলাপ করতে কি টাকা লাগবে? সম্পূর্ণ বিনামূল্যে আপনি মোবাইল থেকেই আবেদন ফরম পূরণ করতে পারবেন এর জন্য কোন রকম কোন টাকা লাগবে না।

আরো জানুন » Kotak Suraksha Scholarship: ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ স্কলারশিপ! জানুন কারা পাবে? অনলাইনে দেখে নিন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram