নতুন এই প্রাইভেট স্কলারশিপে ছাত্রছাত্রীরা পাবে ৫০,০০০ টাকা! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন

Nirankari Rajmata Scholarship Application Form 2023-24

আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের নানা ভাবে সাহায‍্যের হাত বাড়িয়ে দিতে ইতিমধ্যে আমরা সরকারি বিভিন্ন স্কলারশিপের আপডেট এনেছি। অনেক ছাত্রছাত্রীরা হয়ত আবেদনও করেছ। তবে সরকারির পাশাপাশি বেসরকারী কিছু স্কলারশিপেও তোমরা আবেদন করতে পার তবে অধিকাংশ বেসরকারী স্কলারশিপের বিষয়ে তোমরা অনেকেই জানো না। আজ এরকমই একটি বেসরকারী স্কলারশিপের আপডেট নিয়ে এসেছি। তাই যারা উচ্চমাধ‍্যমিক পাশ করে গ্রাজুয়েশন করবে ভাবছ বা কলেজের গন্ডিতে পা রেখেছ তারা আজ এই স্কলারশিপে অনায়াসেই আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে ও আবেদনের জন‍্য কী কী ডকুমেন্টস লাগবে বিস্তৃত জানতে সম্পূর্ণ আবেদনটি পড়তে হবে।

   

Nirankari Rajmata Scholarship Programme 2023-24

ইহা একটি বেসরকারী স্কলারশিপ এবং সকল উচ্চমাধ‍্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।

স্কলারশিপের নামNirankari Rajmata Scholarship
স্কলারশিপের ধরনপ্রাইভেট
স্কলারশিপ প্রদানকারী সংস্থাSant Nirankari Charitable Foundation
বৃত্তির পরিমাণ৫০০০০ টাকা
আবেদনের শেষ তারিখ৩০ই নভেম্বর, ২০২৩

বৃত্তির পরিমান

এই স্কলারশিপে আবেদনকারীরা ৫০০০০ টাকা এককালীন ভাতা হিসেবে পাবেন। রিনিউয়‍্যাল করলে কোর্স চলাকালীন সময় অবধি প্রত‍্যেক বছরেই একই ভাতা পাবেন। তবে ৫০% কেবল ছাত্রীদের জন‍্য সংরক্ষিত আছে।

আবেদনকারীর যোগ‍্যতা

এই স্কলারশিপে আবেদন করতে হলে নূন‍্যতম যে টুকু মানদন্ড আবশ্যিকভাবে পূরন করতে হবে তা হল –

১) দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সর্বনিম্ন মোট প্রাপ্ত নম্বর ৯০ শতাংশ হতে হবে।
২) প্রার্থীর মোট পারিবারিক বার্ষিক আয় ৩ লক্ষ ৫০ হাজার হতে হবে।
৩) প্রত‍্যেক ছাত্রছাত্রীদের স্কলারশিপ রিনিউয়‍্যালের জন‍্য সর্বনিম্ন ৭৫% নম্বর পেতে হবে।
৪) আবেদনকারী প্রার্থীকে মেডিসিন ফিল্ডে গ্রাজুয়েট ডিগ্রী, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এমবিএ, এলএলবি, পিজিডিএম, চার্টেড একাউন্টেন্সি, সিএফএ বিষয়ে ফুল টাইম কোর্সে ভর্তি হতে হবে।

আবেদন পদ্ধতি

প্রথমে নিম্নলিখিত অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করুন। এরপর প্রয়োজনীয় তথ‍্যগুলি দিয়ে ফর্মটি পূরন করুন ও ডকুমেন্টস গুলি যুক্ত করে এই ঠিকানায় স্পিড পোস্ট করুন।

আবেদনের জন‍্য প্রয়োজনীয় ডকুমেন্টস

(১) ছবি সহ আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, (২) বাৎসরিক আয়ের শংসাপত্র, (৩) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ, (৪) দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট ও সার্টিফিকেট, (৫) শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ পেমেন্ট রিসিপ্ট, (৬) প্রাথীর স্থায়ী বাসস্থানের শংসাপত্র, (৭) ব‍্যাঙ্কের পাসবুকের প্রথম পৃষ্ঠা।

অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক » https://nirankarifoundation.org/

আবেদন পত্র ডাউনলোড এর লিংক: Download Form

অবশ্যই পড়ুন » ছাত্র-ছাত্রীদের জন্য নতুন স্কলারশিপের ঘোষণা TATA গ্রুপের! ২৫০০০ টাকা পাবেন আজই আবেদন করুন

আবেদনের ঠিকানাঃ- Education department, Sant Nirankari Charitable Foundation, 80-A, Avtar Marg, Sant Nirankari Colony, Delhi- 110009

আবেদনের শেষ তারিখ

বর্তমানে এই স্কলারশিপের আবেদন চলছে তাই যে সকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর আবেদন করতে ইচ্ছুক তারা আগামী ৩০ শে নভেম্বরের মধ‍্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram