Kolkata CID Recruitment 2024: বিরাট সুখবর! কলকাতা সিআইডি দপ্তরে নিয়োগ, বেতন দেড় লক্ষ টাকা

Kolkata CId Recruitment 2024 Salary Up to 1.5 Lakh Per Month

পশ্চিমবঙ্গের সরকারি সিআইডি দপ্তরে বড় কাজের বিজ্ঞপ্তি! (CID) ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সরাসরি পুলিশের তদন্ত বিভাগের চাকরির বড় সুযোগ রয়েছে। প্রার্থীদের উল্লেখিত পদগুলিতে স্ক্রীনিং টেস্ট/ দক্ষতা পরীক্ষা বা সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থীদের নির্দিষ্ট পরীক্ষার দিনের আগে অনলাইন মারফত কল লেটার ডাউনলোড করে নিতে হবে। সমস্ত কিছু বিস্তারিত পোস্টে পড়ে নিন

Kolkata CID Recruitment 2024: সিআইডি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা CID এর তরফ থেকে বর্তমানে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট ৯টি ভিন্ন পদে প্রার্থীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

নিয়োগের পদক্রিমিনাল ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ
মোট শূন্য পদ9 টি
আবেদন শেষের তারিখ১০ই আগস্ট ২০২৪

Salary Structure: প্রার্থীদের বেতন কাঠামো

সিআইডি পদে নিযুক্ত নটি বিভিন্ন ভাগে প্রার্থীদের বেতন কাঠামো মাসিক বেতন 1.5 লাখ টাকা অবধি হতে পারে।

CID Post Vacancy: মোট শূন্য পদ

  • মোবাইল ফরেনসিক: 02
  • নেটওয়ার্ক ফরেনসিক: 01
  • ম্যালওয়্যার ফরেনসিক: 01
  • ক্লাউড ফরেনসিক: 02
  • ক্রিপ্টো ফরেনসিক: 01
  • ডিস্ক ফরেনসিক: 02

Eligibility: কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে?

উপরে উল্লেখিত পদের জন্য অবশ্যই কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক বা কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্নাতক হতে হবে। BCA & MCA কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ডিগ্রি থাকলেও কিছু পদের জন্য আবেদন করতে পারবেন। তার পাশাপাশি অবশ্যই সাইবার ইথিক্যাল হ্যাকিং স্পেশালাইজেশন কোর্স করা থাকতে হবে। বিস্তারিত আপনারা নোটিসে পেয়ে যাবেন ডাউনলোড করে পড়ে নেবেন।

বিস্তারিত পড়ুন: Cyber Forensic: কিভাবে ফরেনসিক বিশেষজ্ঞ হওয়া যায়? কি নিয়ে পড়তে হবে? সমস্ত তথ্য

(CID Officer Application Process) কিভাবে সিআইডি পদের জন্য আবেদন করবেন

আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য প্রথমে CID এর অফিসিয়াল পোর্টাল https://recruitment-cidwb.in/application/form মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের পূর্বে রেজিস্ট্রেশন করে পুনরায় লগইন করে আবেদন পত্র সঠিকভাবে পূরণ করতে পারেন। আবেদন শেষে একটি কনফারমেশন পেজ বা প্রিন্ট আউট ভবিষ্যতের জন্য রেখে দেবেন।

সরাসরি আবেদন করুনApply Online
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত নোটিফিকেশন ডাউনলোড করুনNotification PDF
পশ্চিমবঙ্গ সিআইডি অফিসিয়াল ওয়েবসাইটWest Bengal CID

আজকের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় ছিল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো বা CID এর প্রকাশিত শূন্য পদে কিভাবে আবেদন করতে পারেন। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের সঙ্গে শেয়ার করে নেবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram