K3 Scholarship: শুরু হল কন‍্যাশ্রী K3 রেজিস্ট্রেশন, প্রতিমাসে ৬০০০ টাকা পর্যন্ত দেবে সরকার! জেনে নিন

kanyashree prakalpa

“আমি কন‍্যাশ্রী কন‍্যা, ভবিষ্যতের অনন‍্যা” মাননীয়া মুখ‍্যমন্ত্রীর কন‍্যাশ্রী প্রকল্পের বিষয়ে আমরা সকলেই অবগত। বর্তমানে এর জনপ্রিয়তা রাজ‍্য দরবার ছাড়িয়ে বিশ্বের দরবারে পাড়ি দিয়েছে। রাজ‍্যজুড়ে আর্থিক অনটনে পড়াশুনা চালিয়ে না যেতে পারা ছাত্রছাত্রীদের জন‍্য মুখ‍্যমন্ত্রীর তরফ থেকে বার্ষিক অর্থ সাহায্য ও পাশাপাশি এককালীন অর্থপ্রদানের সুবিধা তাদের পড়াশুনা আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তবে বর্তমানে এই প্রকল্পের সুবিধা স্কুল – কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছে। বিশ্ববিদ্যালয়ের পাঠরত ছাত্রীরাও এই প্রকল্পের সাহায‍্য নিতে পারেন। কীভাবে আবেদন করবেন নিচে তা সবিস্তরে জানানো হল –

   

অবশ্য এর আগে জানিয়ে রাখি, কন‍্যাশ‍্রী প্রকল্পকে মোট দুটি ভাগে ভাগ করা হত – K1 ও K2। তবে বর্তমানে তা বিস্তারিত করে K 3 অবধি আনা হয়েছে।

K1 প্রকল্পএই প্রকল্পটি সদ‍্য কন‍্যাশ্রীতে নাম নথিভুক্ত ছাত্রীরা আবেদন করতে পারে। আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৩ থেকে ১৮ এর মধ‍্যে হতে হবে। পাশাপাশি এই প্রকল্পে প্রত‍্যেক বছরে বাৎসরিক অনুদান ছাত্রীরা পাবে।
K2 প্রকল্প১৮ বছরে পা দেওয়া ছাত্রীরা এই আবেদন ফর্মটি ফিলাপ করবেন। ১৮ বছর বয়সে প্রত‍্যেক ছাত্রীরা এককালীন ২৫০০০ টাকা সরকারি অনুদান পাবেন। অবশ‍্য এর জন‍্য ছাত্রীকে শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত থাকতে হবে ও পড়াশুনা চালিয়ে যেতে হবে।
K3 প্রকল্পকন‍্যাশ্রীর অধীনে এই নতুন প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের স্তরের ছাত্রীরা আবেদন করতে পারেন। এক্ষেত্রে ছাত্রীরা মাসিক সরকারি অনুদানের সুযোগ পাবেন। এবিষয়ে নিচে বিস্তৃত আলোচনা করা হল।

কন‍্যাশ্রী K3 বৃত্তি প্রকল্পের বিস্তারিত ধারনা

বৃত্তির নামকন‍্যাশ্রী K3 প্রকল্প
আয়োজকপশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা বিভাগ
আবেদনকারীর যোগ‍্যতাকেবল স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন।
বৃত্তির পরিমানকলা বিভাগ (Arts) এ মাসিক ২০০০ টাকা ও বিজ্ঞান বিভাগ ( সায়েন্স ) প্রতি মাসে ২৫০০ টাকা

কলা বিভাগ (Arts) এ মাসিক ২০০০ টাকা ও বিজ্ঞান বিভাগ ( সায়েন্স ) প্রতি মাসে ২৫০০ টাকা
প্রয়োজনীয় যোগ‍্যতাগ্র‍্যাজুয়েশন স্তরে সংশ্লিষ্ট বিষয়ে নূন‍্যতম ৪৫ % নম্বর রাখতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইটhttps://svmcm.wbhed.gov.in

বৃত্তির জন‍্য আবেদনকারীর যোগ‍্যতা

১)আবেদনকারীকে স্নাতকোত্তর স্তরের কোর্সে ভর্তি হতে হবে ও পূর্বের গ্রাজুয়েশন কোর্সে নূন‍্যতম ৪৫ % নম্বর পেয়ে রাখতে হবে।

২) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬০০০০ এর নিচে হতে হবে।

৩) আবেদনের জন‍্য বয়সের কোন উধ্বসীমা নেই।

আবেদন পদ্ধতি

১) প্রথমে আবেদনকারীকে অফিসিয়াল পোর্টাল https://svmcm.wbhed.gov.in প্রবেশ করতে হবে।

২) এরপর পাবলিক ইন্সট্রাকশন (ডিপিআই)’ ট্যাবের অধীনে ‘কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন (K3)’-এ ক্লিক করবেন।

৩) প্রার্থীর কন্যাশ্রী আইডি, নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম নির্বাচন করুন ও K2 ভেরিফিকেশন সম্পন্ন করুন।

৪) আইডি যাচাইয়ের পর আবেদন ফর্ম থেকে আপনার তথ্য আপডেট করতে পারেন ও সফল ভাবে রেজিস্টার করে অন‍্য নতুন একটি আইডি নিতে পারেন।

৫) এখন আবেদনকারীর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে “এডিট অ্যাপ্লিকেশান” অপশনে গিয়ে আপনার তথ্য আপডেট করুন এবং স্ক্যান করা ফটোগ্রাফ এবং স্বাক্ষর আপলোড করুন। আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণও আপডেট করতে পারেন।

৬) এরপর এই সকল গুরুত্বপূর্ণ নথিগুলি আপলোড করুন – মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র এবং মার্কশিট, শেষ পরীক্ষায় পাস করা প্রবেশপত্র এবং মার্কশিট, স্থানীয় পরিচয়ের শংসাপত্র (আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড ইত্যাদি)

৭) অবশেষে রিভিউ অপশনে ক্লিক করে সম্পূর্ণ আবেদনটিতে চোখ বুলিয়ে নিন ও ফাইনাল সাবমিট করুন।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

কন‍্যাশ্রী প্রকল্পে আবেদন শুরু হয়েছে২০২৩ আগস্ট
ক‍ন‍্যাশ্রী K3 প্রকল্পে পুনঃনবীকরন শুরু হয়েছে২০২৩ আগস্ট
আবেদনের শেষ তারিখডিসেম্বর ২০২৩

কনশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট » https://www.wbkanyashree.gov.in/

অবশ্যই পড়ুন » বালিকা সম্মৃদ্ধি যোজনা: মেয়ের পড়াশুনার খরচ দেবে সরকার! আজই আবেদন করুন এই প্রকল্পে

প্রতিবেদনটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং অবশ্যই নিজের পরিচিত বোন এবং দিদিদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে তারাও রাজ্য সরকারের এই প্রকল্প থেকে বঞ্চিত না হয়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram