WBP SI New Vacancy: পশ্চিমবঙ্গ পুলিশে ৪৯৪ টি সাব ইন্সপেক্টর নিয়োগ! নবান্নের অনুমোদন, কবে শুরু আবেদন?

Westbengal Police Sub Inspector New Vacancy 2024 Nabanna Approval

রাজ্যজুড়ে সকল চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত আপডেট। বিধানসভায় ঘোষণার পর সমগ্র রাজ্য জুড়ে সাব-ইন্সপেক্টর পদে ৪৯৪ টি ভিন্ন পদে পুলিশ কর্মীদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। নবান্নের উদ্যোগে রাজ্যের পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চের তরফ থেকে এই শূন্য পদগুলি অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়েছে।

বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এবং ট্রাফিক পুলিশ এবং অন্যান্য ক্ষেত্রে উপযুক্ত পরিমাণে পুলিশকর্মী নিয়োগের জন্য উল্লিখিত ৪৯৪ টি শুন্য পদে সাব-ইন্সপেক্টর নিয়োগের নতুন অনুমোদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুলিশ বাহিনীর তরফ থেকে সশস্ত্র বাহিনী এবং অস্ত্রবিহীন বাহিনী উভয় পদেই কর্মীদের নিয়োগ নেওয়া হবে।

পশ্চিমবঙ্গ পুলিশে নতুন সাব-ইন্সপেক্টর নিয়োগ, নবান্নের অনুমোদন

নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকা অনুসারে শীঘ্রই সম্ভব পুলিশকর্মীদের নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে। সাব ইন্সপেক্টর পদগুলিতে যত শীঘ্রই সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছে এবং পাশাপাশি ডেপুটি সেক্রেটারির অফিস কর্তৃক এই নিয়োগ পদ্ধতির জন্য যত শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় তার দিকে বেশি নজর দেওয়া হচ্ছে।

নিয়োগের পদপশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর
মোট শূন্য পদ৪৯৪ টি (New Vacancy)
আবেদন শুরুর তারিখঅক্টোবর (Tentative)
নিয়োগের পদ্ধতিলিখিত পরীক্ষা + শারীরিক মাপ এবং মেডিকেল টেস্ট

সাব ইন্সপেক্টর পদের জন্য সম্প্রতি উল্লেখিত শূন্যপদ গুলির বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে ‌ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে উল্লিখিত পদগুলো নিয়োগের জন্য যথার্থ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অবশ্যই দেখো: WBP Constable (Male) Eligibility, Height, Run, Medical: পশ্চিমবঙ্গ পুলিশ লেটেস্ট সব তথ্য

Application Staring Date: আবেদনপত্র প্রকাশের তারিখ

কবে এই সাব ইন্সপেক্টর পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তা এখনও অফিসিয়াল মাধ্যমে প্রকাশ করা হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে আগামী এক থেকে দুই মাসের মধ্যে নিয়োগের জন্য আবেদন পত্র প্রকাশ করা হবে। অর্থাৎ পুজোর পরেই এই বিষয়ে ফরম পূরণের একটা আশা রয়েছে

Recruitment Process: নিয়োগের পদ্ধতি

পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য প্রতিদিন মূলত চারটি ধাপে পরীক্ষা নেওয়া হয়ে থাকে প্রথম ধাপ হল – লিখিত পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ হলে এরপরে থাকে শারীরিক পরীক্ষা, পরবর্তী ধাপে থাকে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট।

বিস্তারিত তথ্য: পুলিশের SI (Sub Inspector) কিভাবে হওয়া যায়? শিক্ষা ও শারীরিক যোগ্যতা, সমস্ত বিষয় জেনে নাও

পুলিশের চাকরির সংক্রান্ত নিয়োগের সমস্ত আপডেট পাবেন: WBPRB

তবে আবেদন শুরু হওয়ার অফিসিয়াল নোটিশ কবে বেরোবে সেটাই অপেক্ষায় বিষয়। তাই বিজ্ঞপ্তির অপেক্ষা না করে আগে থেকেই প্রস্তুতি নিতে থাকুন, যাতে সময় এলে পরীক্ষাতে নিজেকে যোগ্য প্রমাণ করে সিলেকশন নিতে পারেন। EduTips বাংলা সর্বদাই আপনাদের পাশে রয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram