WBJEE 2024 পরীক্ষার দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে Answer Key প্রকাশ করা হয়েছে এবং কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার Rank Card। বর্তমানে ছাত্র-ছাত্রীরা চিন্তিত রয়েছে কোন কলেজে তারা ভর্তি হবে? তাদের Rank অনুযায়ী কোন কলেজ পাবে?
তাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে রাজ্যের জনপ্রিয় ইঞ্জিনিয়ারিং কলেজগুলির B.Tech কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং এর আনুমানিক Cut-off সম্পর্কে।
WBJEE Cut-off for B.Tech CSE Government Engineering College
যে সকল ছাত্র-ছাত্রীরা ২০২৪ সালে WBJEE পরীক্ষার মধ্য দিয়ে B.Tech কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় তাদের জন্য রাজ্যের সেরা কলেজগুলির আনুমানিক Cut-off কত হতে পারে এ নিয়ে আলোচনা করা হয়েছে।
নিচে ২০২৩ সালে প্রতিটি কলেজের প্রত্যেকটি কাউন্সেলিং রাউন্ডের Opening Rank এবং Closing Rank দেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীরা ২০২৩ সালের এই লিস্টটি দেখে অনুমান করে নিতে পারবে যে এবারে কোন কলেজে কত Cut-off থাকতে পারে।
কলেজের নাম | Counselling Round I | Counselling Round II | Counselling Round III | |||
Opening Rank | Closing Rank | Opening Rank | Closing Rank | Opening Rank | Closing Rank | |
Jadavpur University | 15 | 90 | 95 | 209 | 211 | 266 |
Jalpaiguri Government Engineering College | 577 | 2007 | 2031 | 2361 | 2392 | 3672 |
Kalyani Government Engineering College | 270 | 1361 | 1364 | 1795 | 1489 | 1819 |
Maulana Abul Kalam Azad University or Technology | 1261 | 3467 | 3635 | 4335 | 2098 | 6838 |
Ramkrishna Mahato government Engineering College | 4421 | 6769 | 6796 | 7669 | 6162 | 8746 |
University of Calcutta | 147 | 753 | 770 | 988 | 1178 | 1207 |
University of Kalyani science instrumentation center | 1284 | 3066 | 3130 | 4713 | 3353 | 8721 |
Government College of Engineering & textile Technology serampore | 3317 | 5425 | 5500 | 6705 | – | – |
Government College of Engineering & ceramic Technology | 1849 | 3188 | 3249 | 3839 | 4930 | 5235 |
Government College of Engineering & textile Technology Berhampore | 3016 | 6827 | 4890 | 8855 | 8275 | 12730 |
Government College of Engineering & leather Technology | 1409 | 4142 | 4270 | 5845 | 3963 | 6385 |
Cooch Behar Government Engineering College | 2037 | 6838 | 7276 | 9040 | 10884 | 14161 |
Alipurduar Government Engineering & management College | 2519 | 8773 | 9112 | 12001 | 8773 | 17716 |
দেখে রাখো: WBJEE Result Date 2024: জয়েন্ট পরীক্ষার রেজাল্ট বেরোবে এই তারিখে! কি করতে হবে
WBJEE কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া
Rank Card প্রকাশিত হওয়ার পর ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে কাউন্সেলিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ছাত্র-ছাত্রীরা যদি সঠিকভাবে কাউন্সেলিং করতে না পারে তাহলে ভালো Rank থাকা সত্ত্বেও ভালো কলেজ ও ভালো ট্রেড নির্বাচন করতে পারবে না।
কাউন্সেলিং থেকে ভর্তি প্রক্রিয়া এটি একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া তাই ছাত্রছাত্রীদের খুব সতর্ক হবে এবং গুরুত্ব সহকারে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তাই ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে EduTips Bangla এর পক্ষ থেকে দুর্দান্ত উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের তরফ থেকে ছাত্র ছাত্রীরা কাউন্সেলিং থেকে ভর্তি পর্যন্ত সমস্ত সহযোগিতা পেয়ে যাবে।
আমাদের তরফ থেকে সহযোগিতা: Fill this Form
ছাত্র-ছাত্রীরা আমাদের তরফ থেকে কাউন্সেলিং সংক্রান্ত যে কোন প্রশ্নের উত্তর এবং কাউন্সেলিং থেকে ভর্তির সমস্ত রকম সমস্যার সমাধান পেয়ে যাবে। তাই আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, সমস্ত ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »