WBJEE Govt College CSE Cut off 2024: সরকারি কলেজ কম্পিউটার সায়েন্স কত Rank লাগবে?

WBJEE Govt College CSE Cut off 2024

WBJEE 2024 পরীক্ষার দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে Answer Key প্রকাশ করা হয়েছে এবং কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার Rank Card। বর্তমানে ছাত্র-ছাত্রীরা চিন্তিত রয়েছে কোন কলেজে তারা ভর্তি হবে? তাদের Rank অনুযায়ী কোন কলেজ পাবে?

   

তাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে রাজ্যের জনপ্রিয় ইঞ্জিনিয়ারিং কলেজগুলির B.Tech কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং এর আনুমানিক Cut-off সম্পর্কে

WBJEE Cut-off for B.Tech CSE Government Engineering College

যে সকল ছাত্র-ছাত্রীরা ২০২৪ সালে WBJEE পরীক্ষার মধ্য দিয়ে B.Tech কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় তাদের জন্য রাজ্যের সেরা কলেজগুলির আনুমানিক Cut-off কত হতে পারে এ নিয়ে আলোচনা করা হয়েছে।

নিচে ২০২৩ সালে প্রতিটি কলেজের প্রত্যেকটি কাউন্সেলিং রাউন্ডের Opening Rank এবং Closing Rank দেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীরা ২০২৩ সালের এই লিস্টটি দেখে অনুমান করে নিতে পারবে যে এবারে কোন কলেজে কত Cut-off থাকতে পারে।

কলেজের নাম Counselling Round ICounselling Round IICounselling Round III
Opening RankClosing RankOpening RankClosing RankOpening RankClosing Rank
Jadavpur University159095209211266
Jalpaiguri Government Engineering College57720072031236123923672
Kalyani Government Engineering College27013611364179514891819
Maulana Abul Kalam Azad University or Technology126134673635433520986838
Ramkrishna Mahato government Engineering College442167696796766961628746
University of Calcutta14775377098811781207
University of Kalyani science instrumentation center128430663130471333538721
Government College of Engineering & textile Technology serampore3317542555006705
Government College of Engineering & ceramic Technology184931883249383949305235
Government College of Engineering & textile Technology Berhampore3016682748908855827512730
Government College of Engineering & leather Technology 140941424270584539636385
Cooch Behar Government Engineering College20376838727690401088414161
Alipurduar Government Engineering & management College25198773911212001877317716

দেখে রাখো: WBJEE Result Date 2024: জয়েন্ট পরীক্ষার রেজাল্ট বেরোবে এই তারিখে! কি করতে হবে

WBJEE কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া

Rank Card প্রকাশিত হওয়ার পর ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে কাউন্সেলিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ছাত্র-ছাত্রীরা যদি সঠিকভাবে কাউন্সেলিং করতে না পারে তাহলে ভালো Rank থাকা সত্ত্বেও ভালো কলেজ ও ভালো ট্রেড নির্বাচন করতে পারবে না

wbjee

কাউন্সেলিং থেকে ভর্তি প্রক্রিয়া এটি একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া তাই ছাত্রছাত্রীদের খুব সতর্ক হবে এবং গুরুত্ব সহকারে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তাই ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে EduTips Bangla এর পক্ষ থেকে দুর্দান্ত উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের তরফ থেকে ছাত্র ছাত্রীরা কাউন্সেলিং থেকে ভর্তি পর্যন্ত সমস্ত সহযোগিতা পেয়ে যাবে।

আমাদের তরফ থেকে সহযোগিতা: Fill this Form

ছাত্র-ছাত্রীরা আমাদের তরফ থেকে কাউন্সেলিং সংক্রান্ত যে কোন প্রশ্নের উত্তর এবং কাউন্সেলিং থেকে ভর্তির সমস্ত রকম সমস্যার সমাধান পেয়ে যাবে। তাই আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, সমস্ত ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram