আগামী ১৬ই ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৯সে ফেব্রুয়ারী পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ১টা নাগাদ। দিন যত এগিয়ে আসছে, ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে চিন্তা তত বাড়ছে। চলছে জোর কদমে প্রস্তুতিও। পরীক্ষার আগে সমস্ত রকম বিষয়গুলি আরও একবার করে রিভাইস দিতে শুরু করেছে পরীক্ষার্থীরা।
আজকের প্রতিবেদনটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উপকারী হতে চলেছে। আজ আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে প্রবেশের বিষয়ে জানাবো। বিশেষ করে সায়েন্স বা কমার্সের সুডেন্ট হলে অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কোন ধরনের ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে? বা কোন কোন ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করা যাবে না? এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। আসুন এই প্রতিবেদন থেকে সে বিষয়ে জেনে নিন-
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি
সাধারণ ভাবে কোনো পরীক্ষাতেই মোবাইল ফোন বা কোনো প্রকার ইলেকট্রনিকস জিনিস নিয়ে প্রবেশ করা যায় না। কিন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীরা ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে পারে। তবে সব পরীক্ষার ক্ষেত্রে নয়। কিন্তু পরীক্ষা কেন্দ্রে বিশেষ কিছু ক্যালকুলেটর নিয়েই পরীক্ষা দেওয়ার অনুমতি মেলে। সব ধরণের ক্যালকুলেটর নিয়ে যাওয়া যায় না।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের গাইড লাইন অনুযায়ী, উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার দিন পরীক্ষার্থীরা ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে। শুধুমাত্র যে বিষয়গুলোতে ক্যালকুলেশনের পার্ট রয়েছে শুধুমাত্র সেই বিষয়গুলির পরীক্ষার দিনে ছাত্রছাত্রীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
অবশ্যই পড়ুন » HS Tips: উচ্চমাধ্যমিক পরীক্ষায় খাতা সাজিয়ে নাম্বার বাড়ানোর কৌশল, মাত্র ১% ছেলে মেয়েরাই জানে! অবশ্যই দেখে নাও
কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে
তবে ক্যালকুলেটরে যদি স্টোরেজ ক্যাপাসিটি থাকে, তাহলে সেই ধরণের ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করা যাবে না। 82MS, 85MS, 100MS, 82ES বা 991 MS ইত্যাদি এই ধরণের সায়েন্টিফিক ক্যালকুলেটর গুলি ব্যবহার করা যাবে। কারণ এই ধরণের ক্যালকুলেটরে স্টোরেজ ক্যাপাসিটি নেই। শুধু এইটুকু মনে রাখবে, যাতে ক্যালকুলেটর হাই ডেটা স্টোরেজ ক্যাপাসিটি যুক্ত না হয়।
কিন্তু তোমার কাছে যদি হাই ডেটা স্টোরেজ ক্যাপাসিটি যুক্ত ক্যালকুলেটর থেকে থাকে তাহলে সেটি তুমি পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে। এবার সেখানে যারা পরীক্ষার গার্ড দেবে তারা তোমার ক্যালকুলেটরটিকে রিসেট করে দেবেন। তাই তোমার কাছে যে ধরনের ক্যাপাসিটি যুক্ত ক্যালকুলেটর থাকুক না কেন সেটি পরীক্ষার হলে অবশ্যই নিয়ে যেও।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbchse.wb.gov.in/
অবশ্যই পড়ুন » WBCHSE HS Admit Card 2024: উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড দেওয়া হবে এই তারিখে! নোটিশ দিল সংসদ, দেখে নিন
এ বছরের সকল উচ্চ মাধ্যমিক ভাইবোনদের জন্য শুভকামনা যাতে তারা উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার করতে পারে এবং নিজের ক্যারিয়ারের লক্ষ্য এগিয়ে যেতে পারে। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানায় EduTips Bangla এর পক্ষ থেকে তোমাদের অলরেডি সমস্ত বিষয়ের সাজেশন প্রকাশ করা হয়েছে তোমরা সেগুলো ডাউনলোড করে নাও এবং জোর কদমে পড়াশোনা চালিয়ে যাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »