WBCHSE উচ্চমাধ্যমিক সংসদের গুরুত্বপূর্ণ নোটিশ! একাদশের প্র্যাকটিক্যাল পরীক্ষার তারিখ দেখে নিন

Nitya Gorai

Updated on:

WBCHSE Class 11 Practical Exam Date 2025

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সমস্ত স্কুল ও একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য নতুন সেমিস্টার পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ নির্দেশাবলী জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে নির্ধারিত তারিখের মধ্যে প্র্যাকটিক্যাল বা ল্যাব এক্সামের বিষয়ে বলা হয়েছে।

একটি নির্দিষ্ট তারিখ ঠিক করে দেওয়া হয়েছে। সেই সময়কালের মধ্যে এই এক্সাম কমপ্লিট করতে হবে। তার সাথে দুইটি সেমিস্টারের পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নাম্বার একসঙ্গে আপলোড করতে হবে। কত তারিখের মধ্যে এই Practical Exam শেষ করতে হবে? কবে নম্বর আপলোড করতে হবে? –সবকিছুই বিস্তারিত আজকের পোস্টে তুলে ধরা হলো।

স্কুল থেকে কবে নেওয়া হবে প্রাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষা

ইতিমধ্যেই অনেক স্কুল তাদের ছাত্র-ছাত্রীদের প্রজেক্ট ওয়ার্ক দিয়ে দিয়েছে। তবে যে সমস্ত স্কুলের হয়নি সেই সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের তাদের স্কুলের শিক্ষক/ শিক্ষিকাদের নির্ধারিত তারিখের মধ্যেই সকল প্রাক্টিক্যাল পরীক্ষা বা প্রজেক্ট সম্পন্ন করতে হবে।

দেখে নিন: WBCHSE: উচ্চমাধ্যমিক ৭০% উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসা যাবে না! সংসদের আপডেট

প্রাকটিক্যাল পরীক্ষার সম্পূর্ণ করার তারিখ

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্কৃতিকে জানানো হয়েছে যে 4ই এপ্রিল 2025 এই তারিখের মধ্যেই সমস্ত স্কুলগুলিকে তাদের ছাত্র-ছাত্রীদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এক্সাম সম্পন্ন করতে হবে।

পরীক্ষার নম্বর আপলোড (Practical/Project Marks Upload)

প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট পরীক্ষার নাম্বার এবং সেমিস্টার-১, সেমিস্টার-২ এবং সাপ্লি পরীক্ষার (যদি কোন ছাত্র-ছাত্রীর এই পরীক্ষা থেকে থাকে) ফলাফল সহ প্রজেক্টের নম্বর আগামী ১৪ এপ্রিল, ২০২৫-এর মধ্যে কাউন্সিলের অফিসিয়াল অনলাইন পোর্টালে (https://wbchseapp.wb.gov.in/portal/sec_users/login) আপলোড করতে হবে।

আরো দেখুন: WBCHSE Class 11 2nd Semester Exam Routine: দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার তারিখ ও রুটিন!

প্র্যাকটিক্যাল পরীক্ষা ও নম্বর জমা সংক্রান্ত নোটিশNo: L/PR/029/2024
Date: 21/01/2025
Download PDF
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটwbchse.wb.gov.in
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার প্রস্তুতি (টার্গেট একাদশ ’হোয়াটসঅ্যাপ গ্রুপ)Join Group

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram