WBCHSE Class 11 Registration: একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন অনলাইনে! কবে থেকে? দেখে নিন

WBCHSE Class 11 Registration 2024 Date Application Form Fill Up

WBCHSE Class 11 Registration Date Notification: ২০২৪ সালের যেসব ছাত্র-ছাত্রীরা একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হচ্ছ বা হতে চলেছ, তাদের জন্য রয়েছে নতুন একটা আপডেট। আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) তাদের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য একাদশ শ্রেণীতে ভর্তির জন্য রেজিস্ট্রেশন বিষয় বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেখানে সমস্ত কিছু বলা রয়েছে। আজকের প্রতিবেদনে সেটা নিয়ে আলোচনা হবে।

   

একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন: তারিখসহ গুরুত্বপূর্ণ আপডেট!

পূর্বের নোটিফিকেশনে, রেজিস্ট্রেশনের সময়সীমা ছিল ১ জুন থেকে ৩০ জুন ২০২৪। কিন্তু নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন ছাত্র-ছাত্রীরা ৭ জুন থেকে ৩০ জুন ২০২৪ সালের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এটি মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেরিতে প্রকাশের কারণে।

CIASS-XI RegistrationDURATION
Online submission of Registration Form along with all requisite fees by the institutions without fine07.06.2024 to 30.06.2024
WBCHSE অফিসিয়াল নোটিশ দেখে নিনDownLoad PDF

উচ্চ মাধ্যমিক সেমিস্টার নতুন সিলেবাস: All Subjects Download

কীভাবে রেজিস্ট্রেশন হবে: Class 11 Registration 2024

আপাতত ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশনের জন্য সমস্ত তথ্য স্কুলগুলি সংগ্রহ করে নেবে এবং অনলাইনে স্কুল বাকি প্রক্রিয়া সম্পন্ন করবে! যে কাজগুলি করতে হবে ছাত্র-ছাত্রীদের,

  • তাদের নির্বাচিত বিষয়গুলি আগে থেকেই লিস্ট (Subject Set List) করে রাখতে হবে।
  • আধার কার্ড এবং মাধ্যমিকের এডমিট লাগবে।
  • স্কুলের নির্দেশিকা মেনে সময় মতো সমস্ত তথ্য, রেজিস্ট্রেশন এর টাকা (Registration Fees) স্কুলের কাছে জমা করতে হবে।

দেখে নাও: HS Subject Set Science, Arts, Commerce: উচ্চ মাধ্যমিক সেমিস্টার সাবজেক্ট লিস্ট! কারা কোনটা নিতে পারবে?

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের দ্রুত তাদের পছন্দের বিষয় এবং স্কুল নির্বাচন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা উচিত। মনে রাখবেন, রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ৩০ জুন ২০২৪। বিদ্যালয়ে তার আগেই তোমাদের নোটিশ দিয়ে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। বাংলা শিক্ষার সর্বপ্রথম আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram