Madhyamik 2026 Form Fill Up মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ অনলাইনে! কবে শুরু? পর্ষদের নোটিশ দেখে নিন

Arpita Paul

Published on:

Follow Us Share
WBBSE Madhyamik Exam Form Fill Up 2026 Date

সমস্ত মাধ্যমিক ২০২৬ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! ২রা ফেব্রুরারী থেকে শুরু হচ্ছে মাধ্যমিক বোর্ড পরীক্ষা – যার জন্য ফরম ফিলাপ শুরু হচ্ছে। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা ফর্ম ফিলাপের প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে হবে, আগের বছরের মতোই। বিস্তারিত সমস্যা তথ্য রইল জেনে নিন।

— Advertisement —

মাধ্যমিক ২০২৬ ফর্ম ফিলাপ অনলাইনে (WBBSE Madhyamik Form Fill Up)

পরীক্ষার্থীদের অনলাইন ফর্ম ফিল-আপ প্রক্রিয়া ২রা ডিসেম্বর কাল ১১টা থেকে শুরু হবে এবং ১৯ই ডিসেম্বর ২০২৫ মধ্যরাত পর্যন্ত চলবে। প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানকে www.wbbsedata.com ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল-আপ সম্পন্ন করতে হবে। এখানে নিয়মাবলী ও গাইডলাইন দেওয়া থাকবে, যা প্রতিটি স্কুলের মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক্ষেত্রে সমস্ত অনলাইনের কাজই স্কুলগুলির ওপর দেওয়া হয়েছে, ছাত্র-ছাত্রীদের খুব একটা কিছু করতে হবে না এই প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ফর্ম ফিল-আপের সম্পূর্ণ প্রক্রিয়া (Online Enrolment Process)

  1. স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে www.wbbsedata.com ওয়েবসাইটে লগইন করতে হবে।
  2. ইনস্ট্রাকশন ট্যাব (Instruction Tab)-এ দেওয়া নির্দেশিকা ভালোভাবে পড়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
  3. ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য যেমন — নাম, জন্মতারিখ, সাবজেক্ট কোড, ক্যাটেগরি, ইত্যাদি সঠিকভাবে ইনপুট করতে হবে।
  4. CWSN (Children With Special Needs) প্রার্থীদের জন্য আলাদা করে আবেদন ও সার্টিফিকেট প্রক্রিয়া একই ওয়েবসাইটে পাওয়া যাবে।
— Advertisement —

মাধ্যমিক 2022-23-24 প্রশ্ন 7টি বিষয়ের 21 সেট! টপারদের উত্তর PDF [মাত্র 49 টাকা]

Operation Madhyamiik PYQ Answer Solution PDF (All Subjects): WBBSE
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

অফিসিয়াল নোটিশ এবং তারিখ

নোটস, সাজেশন এবং মাধ্যমিক 2026 এর প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗

বিষয়তারিখ
অনলাইন ফর্ম ফিল-আপ শুরু২ ডিসেম্বর ২০২৫ (সকাল ১১টা)
ফর্ম ফিল-আপ শেষ১৯ ডিসেম্বর ২০২৫ (মধ্যরাত)
অফিসিয়াল নোটিশ
Notice No: DS(C)/162/25, Date: 10.11.2024
Download PDF →
মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র (সমস্ত বিষয়)Click Here →

মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির ব্রহ্মাস্ত: টার্গেট মাধ্যমিক সাজেশন (Madhyamik Suggestion)

Join Group

Telegram