ছাত্র-ছাত্রীদের পর এরপর পরীক্ষকদেরও মোবাইল ফোন নিয়ে করা নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ! ইতিমধ্যেই ছাত্র-ছাত্রীদের জানানো হয়েছিল কোন ভাবে পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ধরা পড়লে তিন বছর পর্যন্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হবে
কিন্তু পরীক্ষক স্যার বা ম্যাডামদের আরো কড়া নির্দেশিকা, পরীক্ষার শুরুর আগে থেকে পরীক্ষা খাতা সিল হওয়া পর্যন্ত কোনো রকম মোবাইল ব্যবহার করা চলবে না, ঠিক এরকমই কড়া বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, পরীক্ষার সময় কোনও শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মীর কাছে মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস যেমন স্মার্ট ওয়াচ বা ডিজিটাল ঘড়িও রাখা চলবে না।
কোন শিক্ষক-শিক্ষিকা যদি নিয়েও যান তা কিন্তু সময়ের আগেই প্রধান পরীক্ষকের কাছে জমা রাখতে হবে।পর্ষদের নির্দেশ অনুযায়ী, পরীক্ষার নিরবচ্ছিন্ন ও স্বচ্ছ পরিচালনার স্বার্থে এই নিষেধাজ্ঞা সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কার্যকর থাকবে।
পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কেবলমাত্র পরীক্ষার সঙ্গে সম্পর্কিত কাজেই নিয়োজিত থাকতে হবে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং প্রশ্নপত্র ফাঁস বা অন্য কোনও অনিয়মের সুযোগ না থাকে।
পরীক্ষার সময় শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য যেকোনো অবাঞ্ছিত ঘটনা এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে। নির্দেশ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও পর্ষদের তরফে সতর্ক করা হয়েছে।
বোর্ডের নির্দেশিকা নোটিশ ডাউনলোড করুন: Download PDF
অবশ্যই দেখুন: Madhyamik 2025: মাধ্যমিকে পরীক্ষার্থীদের কড়া নির্দেশ, অভিভাবকদেরও বার্তা! কি জানাল বোর্ড? দেখে নিন
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »