WB Home Guard Recruitment 2024: পশ্চিমবঙ্গে ১৪,০০০ হোমগার্ডের নতুন নিয়োগ! ফর্ম ফিলাপ আবেদন দেখে নিন

WB Home Guard Recruitment 2024 Form Fill Up Vacancy

পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে দুর্গাপুজোর সময় ভিড় সামলাতে এবং পুলিশকে সহায়তা করার জন্য ব্যাপক সংখ্যায় হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১৪,০০০টি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগে অষ্টম শ্রেণী পাশ করা যে কেউ আবেদন করতে পারবেন। কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে? কত টাকা পাবেন – কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আজকের প্রতিবেদনে জানতে পারবেন।

WB Home Guard Recruitment 2024: পশ্চিমবঙ্গ হোমগার্ড নিয়োগ

WB Home Guard Recruitment 2024: Home & Hill Affairs Department, Nabanna, 325, Sarat Chatterjee Road, Howrah-711102 পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে হোমগার্ড পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে। এই নিয়োগে সারা রাজ্য জুড়ে প্রায় চোদ্দ হাজার জায়গা খালি রয়েছে।

বিজ্ঞপ্তির নম্বর: 426-Sanction/HHA-11012(12)/8/2020-PM SEC

বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে: ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বিষয়বিবরণ
পদঅস্থায়ী হোমগার্ড (Temporary Homeguard
যোগ্যতাঅষ্টম শ্রেণী পাশ
বয়স১৮-৪০ বছর
বেতনপ্রতিদিন ৬২৬ টাকা
চাকরির ধরন১০ দিনের চুক্তিভিত্তিক
আবেদননিকটবর্তী থানায়
নিয়োগ প্রক্রিয়াশারীরিক যোগ্যতা পরীক্ষা

জেলাভিত্তিক পদ সংখ্যা (Districtwise Vacancy)

পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ভিত্তিক মোট শূন্য পদের সংখ্যা দেওয়া হল, তবে অবশ্যই নিজস্ব থানায় এ বিষয়ে বিস্তারিত জেনে নেবেন কারণ অল্প বিস্তর সংখ্যা পরিবর্তন বা আপডেট থাকতে পারে।

জেলার নাম (English)মোট পদ
Barasat PD (বারাসাত পিডি)400
Bongaon (বনগাঁ)200
Basirhat (বসীরহাট)300
Baruipur (বারুইপুর)400
Diamond Harbour (ডায়মন্ড হারবার)350
Sundarban (সুন্দরবন)300
Howrah Rural (হাওড়া গ্রামীণ)200
Krishnanagar (কৃষ্ণনগর)400
Ranaghat (রানাঘাট)450
Murshidabad (মুর্শিদাবাদ)450
Jangipur (জঙ্গিপুর)150
Purba Bardhaman (পূর্ব বর্ধমান)500
Birbhum (বীরভূম)500
Hoogly Rural (হুগলি গ্রামীণ)700
Purba Medinipur (পূর্ব মেদিনীপুর)250
Jhargram (ঝাড়গ্রাম)100
Paschim Medinipur (পশ্চিম মেদিনীপুর)400
Bankura (বাঁকুড়া)400
Puruliya (পুরুলিয়া)400
Malda (মালদা)220
Dakshin Dinajpur (দক্ষিণ দিনাজপুর)300
Rayganja (রায়গঞ্জ)100
Islampur (ইসলামপুর)300
Jalpaiguri (জলপাইগুড়ি)400
Alipurduar (আলিপুরদুয়ার)400
Cooch Behar (কুচবিহার)500
Howrah PC (হাওড়া পি.সি.)750
BDN PC (বি.ডি.এন পি.সি.)1500
Barrackpore (ব্যারাকপুর)700
ADPC (এ.ডি.পি.সি.)500
Siliguri (শিলিগুড়ি)400
Chandan Nagar (চন্দন নগর)700
Howrah GRP (হাওড়া জি.আর.পি.)100
Sealdeah GRP (শিয়ালদা জি.আর.পি.)150
Siliguri GRP (শিলিগুড়ি জি.আর.পি.)75
Kharagpur GRP (খড়্গপুর জি.আর.পি.)150
মোট14,000
Source: কর্মসংস্থান

বিস্তারিত দেখো: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা 

আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র (WB Homeguard Apply Form Fill Up)

এটির জন্য কোন রকম অনলাইন আবেদন নেওয়া হবে না, আগ্রহী থাকলে আবেদনকারীদের নিজেদের নিকটবর্তী থানায় গিয়ে একটি আবেদন পত্র জমা দিতে হবে। ১৮ বছর বয়সী যে কেউ এর জন্য আবেদন করতে পারে, আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্রের জেরক্স কপি জমা দিতে হবে:

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার মার্কশীট
  • এডমিট কার্ড
  • ব্যাঙ্কের পাশবই।

আরো দেখো: Gram Panchayat Job: পঞ্চায়েতে চাকরি কিভাবে পাবে? বিভিন্ন পদের শিক্ষাগত যোগ‍্যতা ও বেতন! 

এই নিয়োগ ছাত্রছাত্রীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। কম বেতনে হলেও যারা পরবর্তীকালে পুলিশের চাকরি করার ইচ্ছে রয়েছে তাদের ক্ষেত্রেও কিছুটা সাহায্য হবে। কোন ক্ষেত্রে কাজের দরুন সার্টিফিকেটও দেওয়া হতে পারে। এটি তাদেরকে আসল জীবনের কাজের অভিজ্ঞতা দেবে। পাশাপাশি, ছুটির সময়ে কিছু অতিরিক্ত আয়ের ব্যবস্থাও হবে।

এরকমই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপডেট স্কলারশিপ এর খবর কেরিয়ারের বিভিন্ন তথ্য পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram