বিদ্যাসাগরের জন্মদিনে সমস্ত স্কুলে বিশেষ পরিদর্শন! শিক্ষা দপ্তরের নির্দেশ জারি, দেখে নিন

Westbengal School Iswar Chandra Vidyasagar Birth Anniversary Special Inspection

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতর থেকে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে। পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়-এর 204তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের সকল স্কুলে বিশেষ পরিদর্শন করা হবে।এই বিষয়ক সমস্ত জেলাগুলির ডিআই দের নোটিশও পাঠানো হয়েছে – তুলে ধরব আজকের প্রতিবেদনে।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ স্কুল পরিদর্শন

শিক্ষা দফতরের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য এক অনন্য সুযোগ। বিদ্যাসাগরের জীবন ও কর্মের কথা শুনে, তাঁর লেখা পড়ে এবং তাঁর আদর্শের কথা জেনে শিক্ষার্থীরা নিজেদের জীবনকে আরও সুন্দর ও সার্থক করার অনুপ্রেরণা পাবে।

স্কুলগুলিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে যেখানে বিদ্যাসাগরের জীবনী, তাঁর লেখা গল্প ও উপন্যাস, তাঁর সমাজ সংস্কারের কাজ ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে

শিক্ষা দপ্তরের স্কুল পরিদর্শন সংক্রান্ত নির্দেশ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাঙালি জাতির একজন গর্ব। তাঁর জন্মদিনে স্কুল পরিদর্শনের মূল উদ্দেশ্য হল রাজ্যের শিক্ষার মান উন্নয়ন এবং বিদ্যাসাগরের আদর্শকে স্কুলগুলিতে প্রয়োগ করা।

Subject: Special Inspection Week (23-27th September, 2024) to commemorate the occasion of 204th Birth Anniversary of Pandit Ishwar Chandra Vidyasagar.
  • কখন হবে পরিদর্শন? এই বিশেষ পরিদর্শন চলবে 23 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত।
  • কোন স্কুলগুলো পরিদর্শন করা হবে? রাজ্যের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে এই পরিদর্শন করা হবে।
  • কী কী করা হবে? পরিদর্শনের সময় স্কুলের শিক্ষার মান, শিক্ষকদের যোগ্যতা, শিক্ষার্থীদের উপস্থিতি ইত্যাদি বিষয় পরীক্ষা করা হবে।

জেলা শিক্ষা অফিসার এবং স্কুল পরিদর্শকরা এই পরিদর্শনের দায়িত্বে থাকবেন।

আরো দেখুন: শিক্ষা ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নির্দেশ বিকাশ ভবনের! কি বলা হলো নোটিশে? দেখে নিন

অফিসিয়াল বিজ্ঞপ্তি

Westbengal Education Department special inspection week of birth anniversary of ishwar chandra vidyasagar
Notice: Directorate of School Education, Govt. of WB

বাংলার শিক্ষা অফিসিয়াল ওয়েবসাইট: banglarshiksha.gov.in

বিস্তারিত পড়ুন: School Summative Exam: পরীক্ষার খাতা দেখাতেই হবে অভিভাবকদের! নোটিশ জারি

ছাত্র-ছাত্রীদের সহ স্কুলগুলির ভূমিকা ও যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকবে। পশ্চিমবঙ্গের শিক্ষার সমস্ত কিছু আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, আমাদের সঙ্গে থাকুন পরবর্তী সকল প্রকার গুরুত্বপূর্ণ আপডেট পেতে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram