শিক্ষক দিবসে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপহার! শুধু পড়াশোনা নয়, এবার ডিজিটাল জগতেও এগিয়ে যাবে বাংলার ছাত্রছাত্রীরা! ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসে রাজ্য সরকার ১৬ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা মোবাইল কিনতে ১০ হাজার টাকা করে দেবে। এই টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। বিস্তারিত জানুন আজকের এই বিশেষ প্রতিবেদনে!
শিক্ষক দিবসেই ছাত্র-ছাত্রীদের ট্যাবের ১০ হাজার টাকা
তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের 10000 টাকার ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 2024 শিক্ষাবর্ষে দেওয়া হবে। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি অনুষ্ঠান হবে।
যেখানে তিনি ভার্চুয়ালি ছাত্রছাত্রীদের এই অর্থ তুলে দেওয়ার প্রক্রিয়ার শুভ সূচনা করবেন। ‘তরুণের স্বপ্ন’ এই উদ্যোগের মাধ্যমে বাংলার তরুণ প্রজন্মকে ডিজিটাল ভারত গড়ার পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
কোন কোন ছাত্রছাত্রীরা পাবে এই সুবিধা?
টাকা দেওয়ার প্রক্রিয়া সেটা 5ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে তুমি প্রথম দিনেই টাকা পেয়ে যেতে পারো। তবে টাকা সকলেই পাবে 5ই সেপ্টেম্বর পাবে 6ই সেপ্টেম্বর পাবে এইভাবে ধীরে ধীরে ছাত্র-ছাত্রীদের একাউন্টে টাকা ছাড়ার প্রক্রিয়াটা হবে।
- উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা: একাদশ ও দ্বাদশ শ্রেণির সব ছাত্রছাত্রীই এই সুবিধা পাবে।
- সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ছাত্রছাত্রীরা: সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই এই সুবিধা পাবে।
তরুণের স্বপ্ন প্রকল্প 2024 এবং ট্যাবের টাকার লেটেস্ট আপডেট চেক করুন | Click Here |
বাংলার শিক্ষা অফিসিয়াল পোর্টাল | Banglar Shiksha |
আরো দেখুন: Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? যাতে টাকা অসুবিধা না হয়!
আজকের যুগ ডিজিটাল যুগ। সবকিছুই হচ্ছে অনলাইনে। তাই ছাত্রছাত্রীদেরও এই ডিজিটাল জগতে এগিয়ে যেতে হবে। এই ট্যাব বা মোবাইলের মাধ্যমে তারা অনলাইনে ক্লাস করতে পারবে, নতুন নতুন জিনিস শিখতে পারবে। তরুণের স্বপ্ন প্রকল্প থেকে সরকারি আপডেট ক্যারিয়ার বা পড়াশোনা সর্বতভাবে তোমাদের পাশে EduTips আছে।
আরও আপডেট »