স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর নতুন আপডেট! ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেরিফিকেশন প্রক্রিয়াও বন্ধ হতে চলেছে। এর পাশাপাশি নতুন আবেদন গ্রহণ প্রক্রিয়া খুবই শীঘ্রই শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আপডেট দেবো আজকের এই প্রতিবেদনে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৪-২৫ ভেরিফিকেশনের লাস্ট ডেট?
কয়েকদিন আগেই বিকাশ ভবনের তরফ থেকে নোটিশ দিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন ও রেনুয়াল আবেদন গ্রহণ প্রক্রিয়ার ১৮ সেপ্টেম্বর লাস্ট ডেট ঘোষণা করা হয়েছিল। এরপর আবারো Higher Education Department বিকাশ ভবন থেকে প্রকাশিত অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে ছাত্র-ছাত্রীদের আবেদন করা আবেদনপত্র ইনস্টিটিউট ভেরিফিকেশন এর লাস্ট ডেট আগামী ৪ই নভেম্বর 2025।
Verification of Fresh Application 2024-25 from Institution end will be closed on 4.11.2025. Please verify all remaining applications by then.
বিগত বছরের যে সকল ছাত্র-ছাত্রীদের আবেদন প্রক্রিয়া এখনও শিক্ষা প্রতিষ্ঠান ভেরিফাই করেনি তাদের অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪ই নভেম্বর এর মধ্য ভেরিফিকেশন সম্পন্ন করে নিতে হবে। প্রসঙ্গত এগুলি সবই আগের বছরের আবেদন সংক্রান্ত!
জেনে রাখুন: SVMCM Documents Required: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি কি ডকুমেন্টস লাগবে? দেখে নাও
নতুন আবেদন কবে শুরু হতে পারে? SVMCM New Apply Start Date 2025-26
২০২৫-২৬ শিক্ষাবর্ষে পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন এবং রেনুয়াল আবেদন কবে থেকে শুরু হবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিকাশ ভবনের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে শিক্ষা দপ্তরের ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে —
- শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা যাচাই এর (Verification & Approval) কাজ চলবে আগামী ৪ই নভেম্বর পর্যন্ত এবং আরও উচ্চতর বিভাগেভেরিফিকেশনের কাজ বেশ কয়েকদিন চলবে।
- বিগত বছরের ছাত্রছাত্রীদের টাকা দেওয়ার প্রক্রিয়া চলতে থাকবে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর নতুন আবেদন প্রক্রিয়া, প্রথমে স্কুল স্তরে শুরু হবে তারপর কলেজ ছাত্রছাত্রীদের জন্য ধীরে ধীরে শুরু হবে এছাড়াও রেনুয়ালদের একই সঙ্গে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
নতুনদের জন্য ২০২৫ ২৬ শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়া আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু (Last week of November) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
অবশ্যই দেখবেন: SVMCM Bank Account: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ব্যাংক একাউন্ট! Fresh/Renewal টাকা পেতে অবশ্যই দেখে নাও
| বিবরণ | লিংক বা তথ্য |
|---|---|
| SVMCM Scholarship: বিকাশ ভবনের অফিশিয়াল ওয়েবসাইট ও নোটিশ চেক » | svmcm.wb.gov.in |
| আবেদন ও ডকুমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য | SVMCM → |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) পশ্চিমবঙ্গের মেধাবী ও আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য অন্যতম ভরসার জায়গা। নতুনরা (Fresh Applicants) খুব তাড়াতাড়ি আবেদন করতে পারবে। তাই নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের Edutips -এর সাথে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




