SVMCM Portal Privacy Error: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে সমস্যা!! বিপাকে ছাত্রছাত্রীরা, কবে ঠিক হবে?

Swami Vivekananda Scholarship SVMCM V4 Portal Privacy Error Your connection is not private

Swami Vivekananda Scholarship SVMCM (V4.0) Portal Privacy Error, “Your connection is not Private” Showing to Students: পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বড় সরকারি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তথা বিকাশ ভবন স্কলারশিপ ইতিমধ্যে অধিকাংশ ছাত্র-ছাত্রীদের এই সেরা বৃত্তির আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অনেকের তো আবার এপ্রুভাল পেয়ে স্কলারশিপের টাকাও পেয়ে গেছে নতুন আবেদন প্রার্থীরা!

   

সাম্প্রতিক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ওয়েবসাইটে দেখা দিচ্ছে কিছু যান্ত্রিক টেকনিক্যাল গোলযোগ। অনেক ছাত্র-ছাত্রীদের মোবাইল বা ট্যাবলেট-এর ওয়েবসাইটের হোম পেজ সঠিকভাবে খুলছে না সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী সমস্যার মুখে পড়ছে (SVMCM Portal Privacy Error)।

স্বামী বিবেকানন্দ ওয়েবসাইটে কি সমস্যা হয়েছে?

ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের তরফ থেকে বিশেষ আপডেট বলা প্রয়োজন যে, বর্তমানে স্বামী বিবেকানন্দ বৃত্তি পোর্টালে যে যান্ত্রিক সমস্যাটি রয়েছে সেটি সম্পূর্ণ শুধুমাত্র সাময়িক জন্য।

যারা একটু-আধটু টেকনিক্যাল বিষয়ে জানেন, কোন ওয়েবসাইট পরিচালনার জন্য তার “SSL” অর্থাৎ সিকিওর প্রটোকল থাকা প্রয়োজন। যদি সেক্ষেত্রে কোন সমস্যা হয়, তাহলে মোবাইলের ক্রোম ব্রাউজার (Google Chrome Browser) সেটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে! এবং ব্যবহারকারী বা এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ওয়েবসাইট খুলতে বাধা দেয়।

বিস্তারিত পড়ুন: SVMCM Application Approved: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনপত্র ঠিক আছে কিনা কিভাবে বুঝবে?

SVMCM Portal Privacy Error: কখন সবকিছু ঠিকঠাক হবে

তাই বিশেষভাবে আবারো বলা হচ্ছে, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে ফেলবে উচ্চশিক্ষা দপ্তরের টেকনিক্যাল বিভাগ, এবং ছাত্রছাত্রীরা আবারও সম্পূর্ণ আবেদন এবং রিনুয়াল (Fresh & Renewal Apply) সহ সমস্ত কিছু পরিচালনা এবং স্ট্যাটাস চেক এর প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে কিছু সময় পর। তবে ছাত্র-ছাত্রীরা চাইলেই সরাসরি ওয়েবসাইটের ইউআরএল (URL Link) দিয়ে অন্য ব্রাউজার থেকে, কিংবা ল্যাপটপে এই ওয়েবসাইট খুলতে পারে।

যেসব স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের আবেদন প্রক্রিয়া বাকি আছে তারা কিছু সময়ের জন্য তাদের আবেদন প্রক্রিয়া স্থগিত রেখে, পরবর্তী সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবেদন করতে পারো।

আর যারা ইতিমধ্যে আবেদন করে দিয়েছো, তারা কিভাবে স্ট্যাটাস চেক করবেSVMCM Status Check: জেনে নাও কবে টাকা পাবে!

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং উচ্চ-শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট: https://svmcm.wbhed.gov.in/

পরবর্তী সমস্ত ধরনের সরকারি স্কলারশিপ সহ বিস্তারিত আবেদন এবং পোর্টাল কখন ঠিক হবে তা জানতে হলে আমাদের সঙ্গে যুক্ত হন ফলো করুন, এবং এই খবরটা প্রয়োজনীয় ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করে দিন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram