SVMCM Latest Update May-June: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা কবে দেবে? কি করবে আপডেট দেখে নাও

SVMCM Latest Update May-June Taka Kobe Debe Renewal 2024 College

SVMCM Latest Update May-June 2024: পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী এবং কলেজ পড়ুয়া বিশেষ করে যাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখনো অ্যাপ্রুভাল হয়েই পড়ে আছে বা স্কলারশিপ অনুমোদন হয়নি হয়নি তাদের জন্য রয়েছে আপডেট! দীর্ঘদিন ধরে তোমাদের স্ট্যাটাসের কোন পরিবর্তন হচ্ছে না এবং এর কারণ হিসেবে লোকসভা নির্বাচনটা অনেকটাই ভূমিকা পালন করছে।

শুধুমাত্র স্কুলের শিক্ষক কিংবা স্টাফ নয় সমস্ত সরকারি দপ্তরের চাকরিজীবীদেরই নির্বাচন কমিশন এই ভোটের সময় নির্বাচনের বিভিন্ন কাজের জন্য তুলে নেয়। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই সেই অফিসগুলিতে কর্মীর ঘাটতি পরে যারা ফর্ম ভেরিফিকেশন (Application Approval) এবং টাকা ফান্ড সাংশন (Sanction of Scholarship) করার কাজ কিছুটা হলেও আটকে যায়।

Swami Vivekananda Scholarship Latest Update: স্ট্যাটাস হিসাবে কবে টাকা ঢুকতে পারে?

প্রথমত যেসব ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র ফরোয়ার্ড (Forwarded by HOI) হয়ে পড়ে আছে, এখনো আবেদন পত্রটি অ্যাপ্রুভই করেনি বিকাশভবন উচ্চশিক্ষা দপ্তর থেকে। তাদের কিন্তু টাকা দেওয়া হবে এই নিয়ে কিন্তু সময় লাগতে পারে।

অপর পক্ষে যাদের স্কলারশিপ সাংশন হয়ে গেছে হয়ে গেছে (Application Sanctioned Scholarship Amount not Disbursed Yet), শুধুমাত্র টাকা ডিসবার্স হতে বাকি আছে, তাদের প্রথম ফান্ডেই প্রথমে টাকা ঢুকে যাবে। সেই সব পড়ুয়ারা জুন মাসের ১০ তারিখের পর টাকা পেয়ে যাবে।

তোমাদের কি কাজ করতে হবে?

তোমাদের যদি আবেদনটি শুধুমাত্র জমা হয়ে পড়ে থাকে (Submitted), সে ক্ষেত্রে তোমরা স্কুল বা কলেজ কর্তৃপক্ষকে একবার বলে ফর্মটা অবশ্যই ভেরিফাই করে নিও। যাতে বিকাশ ভবন ফর্ম অপ্রভাল (Application Approval Process) এর কাজ খুব তাড়াতাড়ি করতে পারে।

SVMCM Status Check: কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে স্ট্যাটাস চেক করবে? জেনে নাও কবে টাকা পাবে!

টাকা ঢোকার শেষ তারিখ কি রয়েছে? কলেজ শেষ হয়ে গেলে টাকা পাবে?

এখন অনেক ছাত্রছাত্রী মনে প্রশ্ন থাকতে পারে যে, যারা কলেজের শেষ বছরে পড়াশোনা করছে এবং আর কয়েক মাস পরেই তাদের ডিগ্রি শেষ হয়ে যাবে, তাদের যদি টাকা সময় না ঢোকে তাহলে কি পরে সমস্যা হবে?

প্রথমেই বলে দিই, তোমরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মধ্যে আবেদন করেছো। জুন-জুলাই পর্যন্ত এটার সময়সীমা রয়েছে, এমনকি নতুন আবেদন শুরু হতে এখন অনেক দেরি। তাই গ্যাজুয়েশন শেষ হওয়ার আগেই তোমরা টাকা পেয়ে যাবে সেই নিয়ে চিন্তা করো না। তবে বিশেষ ক্ষেত্রে তোমরা শেষ পরীক্ষার পরেও পেতে পারো তবে টাকা তোমরা ঠিক পাবে।

আরও দেখো: SVMCM Scholarship Rejected: বাতিল আবেদন, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন আপডেট! অবশ্যই দেখো

বর্তমানে যেসব ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক উচ্চমাধ্যমিক দিয়ে নতুন স্কুল বা কলেজে তাদের কিন্তু এখন আবেদনের কোন সম্ভাবনা নেই। সেপ্টেম্বর মাস থেকে তাদের আবেদন শুরু হবে, কাজে এখন তাদের ভর্তি প্রক্রিয়া এবং পড়াশোনায় মনোযোগ দেওয়াটাই শ্রেয়। তোমরা জানো সমস্ত আপডেট তোমরা EduTips-এ পেয়ে যাবে সেটা স্কলারশিপ হোক পড়াশোনা কিংবা পরীক্ষার খবর – সঙ্গে থাকো, আপডেট থাকো

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram