Sub-classification of SC and ST: ১লা আগস্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট SC ও ST উপশ্রেণীকরণ নিয়ে বিরাট ঘোষণা করা হয়েছে। OBC এর মধ্যে যেরকম ইনকামের উপর ভিত্তি করে Creamy Layer এবং Non-Creamy Layer দুই রকমের ভাগ রয়েছে সেরকম কিন্তু SC ও ST কাস্টের মধ্যে নেই।
SC ও ST কাস্টের মধ্যেও একাধিক জাতি রয়েছে (Sub Caster) যারা অত্যন্ত গরিব তুলনামূলক পিছিয়ে রয়েছে এবং একাধিক জাতি SC ও ST কাস্টের অধীনে থাকলেও তুলনামূলক উন্নত এবং তাদের ইনকামে তুলনামূলক বেশি। তাই SC ও ST কাস্টের মধ্য উপশ্রেণীকরণ করার নিয়ে বিগত কয়েক বছর ধরেই সুপ্রিম কোর্টে মামলা চলছিল সম্প্রতি বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত শুনানি জানিয়েছেন সুপ্রিম কোর্ট।
SC ও ST উপশ্রেণীকরণ: সুপ্রিম কোর্টের রায়
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চে SC ও ST উপশ্রেণীকরণ নিয়ে যুগান্তকারী ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য চাইলে SC ও ST কাস্টের মধ্য উপশ্রেণীকরণ করতে পারবে। বিচারপতি বেঞ্চের সবজন সদস্য এই রায়ের পক্ষে ছিলেন এবং একজন রায়ের বিপক্ষে ছিলেন।
মিস করবেন না! » SC-ST দের জন্য স্পেশাল মেরিট স্কলারশিপ, প্রতি মাসে ৪০০ টাকা! কোথায় আবেদন করতে হবে? দেখে নিন
কিভাবে এই কাস্টের উপশ্রেণীকরণ বাস্তবায়িত করা হবে
সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে প্রতিটি রাজ্য চাইলে SC ও ST উপশ্রেণীকরণ করতে পারে তার জন্য অবশ্যই নির্দিষ্ট কারণ সহ একাধিক শর্ত দেখাতে হবে। অর্থাৎ রাজ্য চাইলেই যে উপশ্রেণীকরণ করতে পারবে তা কিন্তু নয়।
এক্ষেত্রে জানিয়ে রাখি SC ও ST কাস্টের জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্য কোন জাতি বা জনগোষ্ঠীকেই রাজ্য সরকার SC বা ST কাস্টের থেকে বাদ দিতে পারবে না শুধুমাত্র SC বা ST কষ্টের মধ্যে একাধিক ক্যাটাগরিতে বিভক্ত করা যাবে।
শিক্ষাক্ষেত্রে ও কর্মক্ষেত্রে প্রভাব
শিক্ষা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে SC বা ST কাস্টের যেরকম সিট রিজার্ভেশন থাকে সেরকমই থাকবে এটির কোন পরিবর্তন হবে না। শুধুমাত্র SC বা ST কাস্টের মধ্য যদি ইনকাম বা আর্থিক অবস্থা অনুযায়ী (OBC কষ্টের যেরকম Creamy Layer এবং Non-Creamy Layer রয়েছে) উঁচু ও নিচু ক্যাটাগরীতে বিভক্ত করা হয় তাহলে দরিদ্র ও গরিব পরিবারের ছাত্র-ছাত্রী এবং যুবক যুবতীরা কর্মক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা লাভ করতে পারবে।
অবশ্যই পড়ুন » এবার কাস্ট সার্টিফিকেট নিয়ে নয়া নির্দেশ হাইকোর্টের! জানুন বিস্তারিত
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »