অবশেষে প্রতীক্ষার অবসান! আজ প্রকাশিত হল SSC MTS Answer Key! তোমরা যারা SSC MTS পরীক্ষা দিয়েছিলে প্রত্যেকেই Answer Key Download করতে পারবে। 9,583 শূন্যপদ পূরণের জন্য SSC MTS পরীক্ষাটি September 30 – November 14, 2024 নেওয়া হয়েছিল, যেখানে 6,144 পদ ছিল Multi-Tasking Staff এবং 3,439 – পদ ছিল হাবিলদার পদের জন্য।
SSC MTS Answer Key: কিভাবে চেক ও Download করবে?
তোমাদের জানিয়ে রাখি Answer Key প্রকাশিত হওয়ার পর কমিশন Objection Window Open করবে। এক্ষেত্রে যেকোন Answer – কে তোমরা চাইলে Challange করতে পারো।
- Step 01: তোমাদের প্রথমে SSC – এর Official Website (ssc.gov.in) – এ যেতে হবে (সরাসরি লিংক পোস্টের শেষে টেবিলে দেওয়া রয়েছে)।
- Step 02: Homepage – এ “Answer Key” অপশনে ক্লিক করতে হবে।
- Step 03: SSC MTS Answer Key 2024 – Link সিলেক্ট করতে হবে।
- Step 04: তথ্য দিয়ে Login করতে হবে।
- Step 05: এই পর্বে তোমরা Answer Key – দেখতে পাবে।
- Step 06: Future Purpose তোমরা চাইলে Answer Key Download করতে পারো এবং Save করে রাখতে পারো।
এর পরবর্তীতে প্যানেল তোমাদের Objection – কে যাচাই করে দেখবে, এবং যদি তোমাদের অভিযোগ সঠিক প্রমাণিত হয় তবে পরবর্তীতে প্রয়োজনীয় পরিবর্তন করে Final Answer Key প্রকাশিত হবে।
বিস্তারিত দেখো: Madhyamik Pass Government Job: মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? বিস্তারিত জেনে নিন
Final Merit List & Answer Key Download: ফাইনাল অ্যানসার কি
তোমাদের সুবিধার্থে বলে রাখি, Normalisation process – এ Raw Marks – এর উপর ভিত্তি করে Final Merit List – তৈরি হয়। আশা করা যাচ্ছে বিগত বছরের মত এ বছরও কম-বেশি প্রায় Same Cut Off থাকতে পারে।
তথ্য | লিংক |
---|---|
Answer Key চেক করার সরাসরি লিংক | Direct Link Check |
স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট | ssc.gov.in |
বিস্তারিত দেখো: SSC GD: কেন্দ্রীয় বাহিনীতে চাকরির পরীক্ষা! যোগ্যতা কি লাগবে? পরীক্ষা পদ্ধতি সমস্ত তথ্য
আশা করছি প্রতিবেদন থেকে তোমরা কিভাবে Answer Key – Download করে জানতে পেরেছো। এরকমই গুরুত্বপূর্ণ পোস্টগুলি সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি তোমরা নিয়মিত ভিজিট করতে পারো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »