Railway NTPC Recruitment: ভারতীয় রেলে উচ্চমাধ্যমিক পাশে ১০,০০০ বেশি কর্মী নিয়োগ! অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখেনিন।

Railway NTPC Recruitment

আপনি কি একটা সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপানর জন্য রয়েছে একটি দুর্দান্ত সুযোগ। এর মাধ্যমে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। সম্প্রতি ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB NTPC 2024 চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে লেবেল ১, লেবেল ২, লেবেল ৩, লেবেল ৫ এবং লেবেল ৬ পোস্টে নিয়োগ করা হবে। এই নিয়োগের মাধ্যমে RRB নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা NTPC পোস্টে ১০৮৮৪টি শূন্যপদে নিয়োগ করবে। উচ্চ মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন।

আজকের প্রতিবেদনে RRB NTPC 2024 পরীক্ষার তারিখ, আবেদন প্রক্রিয়া, আবেদনের যোগ্যতা ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে। এ সম্পর্কে তথ্য জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

RRB NTPC 2024: পদের নাম ও শূন্যপদ

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB NTPC 2024-র মাধ্যমে ১০,৮৮৪টি আসনে কর্মী নিয়োগ করবে। এর মধ্যে গ্রাজুয়েট পোস্টের জন্য ৩,৪০৪টি এবং আন্ডারগ্রাজুয়ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস পোস্টের জন্য ৭,৪৭৮টি আসন খালি রয়েছে।

NTPC গ্রাজুয়েট লেবেল পদNTPS আন্ডার-গ্রাজুয়েট লেবেল পদ
গুডস ট্রেন ম্যানেজার: ২৬৮৪ জন।জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট- ৯৯০ জন।
চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইসর- ১৭৩৭ জন।একাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট- ৩৬১ জন।
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট- ৭২৫ জন।ট্রেন ক্লার্ক- ৬৮ জন।
জুনিয়র একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট- ১৩৭১ জন।কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক- ১৯৮৫ জন।
স্টেশন মাস্টার- ৯৬৩ জন।

যোগ্যতা ও বয়স

আন্ডার-গ্রাজুয়েট পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিদ্যালয় বা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। অন্যদিকে যে কোনও বিষয়ে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি করা থাকলে, গ্রাজুয়েট পদের জন্য আবেদন করা যাবে। যদি বয়সের কথা বলি, তাহলে উভয় পদের জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স ১৮ হতে হবে। আর আন্ডার-গ্রাজুয়েট ও গ্রাজুয়েট পদের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে ৩০ ও ৩৩ বছর। এছাড়াও কাস্টের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে।

চাকরির খবর! SSC Stenographer Recruitment 2024: উচ্চ মাধ্যমিক পাশে Group- C & D নিয়োগের আবেদন শুরু! দেখে নিন

অনলাইনে আবেদন প্রক্রিয়া

NTPC 2024 পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক হলে RRB-র অফসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। যদিও এখনও আবেদনের প্রক্রিয়া শুরু হয়নি। এ বিষয়ে খুব শীঘ্রই বিস্তারিত ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে RRB। সম্ভবত আগস্ট মাস থেকেই এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এ বিষয়ে আপডেট পেতে হলে আমাদের পেজে নজর রাখুন।

নির্বাচন প্রক্রিয়া

ভারতীয় রেলে এই নিয়োগের ক্ষেত্রে পাঁচটি ধাপের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। নিচে স্টেপ বাই স্টেপগুলি দেওয়া হয়েছে।

  • প্রাথমিক কম্পিউটার বেস পরীক্ষা (1st Stage CBT Exam),
  • দ্বিতীয় কম্পিউটার বেস পরীক্ষা (2nd Stage CBT Exam),
  • টাইপিং টেস্ট ও অ্যাপটিটিউড টেস্ট,
  • ডকুমেন্ট ভেরিফিকেশন,
  • মেডিকেল টেস্ট।
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংকDownload Pdf
অফিসিয়াল ওয়েবসাইটhttps://indianrailways.gov.in/

নিয়োগ বিজ্ঞপ্তি: RRB JE Recruitment 2024: ৭,৯৫১ শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ! যোগ্যতা, আবেদন প্রক্রিয়া জানুন

এই নিয়োগ সংক্রান্ত এখনো পর্যন্ত বিস্তারিত আপডেট প্রকাশ করা হয়নি। রেলওয়ে বোর্ডের তরফ থেকে জানা যাচ্ছে খুব শীঘ্রই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট পেতে এবং এরকমই সরকারি চাকরির আপডেট পেতে ফলো করুন EduTips Bangla ওয়েবসাইট।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram