প্রতিবছরের ন্যায় ফের এবছরে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার পর্ব। মাত্র আর কয়েকদিনের তফাত স্কুলজীবনের পড়ুয়া ছাত্রছাত্রীদের সবথেকে বড় পরীক্ষা। পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের জোরকদমে পড়াশুনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে এবার সমস্ত দিক থেকে পরীক্ষার্থীদের জন্য থাকবে আটোসাটো নিয়মকানুন। ভালো রকমের নিরাপত্তাব্যবস্থা থাকবে মাধ্যমিক পরীক্ষা ঘিরে।
অনেকক্ষেত্রেই পরীক্ষার আগেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা দেখা গিয়েছে। ইন্টারনেটের দৌলতে তা পরীক্ষার আগেই সারা নেটদুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে। তাই ফের প্রশ্নপত্র প্রকাশ্যে আনা থেকে বিরত থাকতে জারি হয়েছে বাড়তি সতর্কতা।
কীভাবে সতর্কতা বজায় থাকবে?
এক্ষেত্রে পর্ষদের সুত্রে খবর পরীক্ষায় প্রতিটি পৃষ্ঠার উপরে বিশেষ একটি কোড লুকানো থাকবে। আর তাহলে ছবিটি কে তুলেছে ও কোন মোবাইল দিয়ে তুলেছে তা সহজেই প্রকাশ্যে আসবে। সেক্ষেত্রে ধরা পড়লে অবিলম্বে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে।
এ প্রসঙ্গে বলে রাখা ভালো, মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সময়সীমা এগিয়ে ৯.৪৫ থেকে দুপুর ১টা অবধি করা হয়েছে। এই বছরে ২ রা ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে।
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সতর্কবার্তা
১. পরীক্ষাহলে কোন বোর্ড বা পেন্সিলবক্স জাতীয় জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না, কোন অতিরিক্ত কপি নিয়ে যাওয়া যাবে না।
২. অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন অবশ্যই প্রত্যেক পরীক্ষার্থীকে আনতে হবে।
৩. পরীক্ষা হলে কোন ইলেকট্রিক গ্যাজেট, হাতঘড়ি, ক্যালকুলেটর ফোন নিয়ে প্রবেশ করা যাবে না।
৪. প্রত্যেক ছাত্রছাত্রীদের নিজেদের দিকে মনোযোগ রাখবেন। সন্দেহজনক কিছু ধরা পড়লে কতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত।
২জন ছাত্রের পরীক্ষা বাতিল করলে পর্ষদ
বিগত বছরগুলোতে মাধ্যমিক প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠতেই পর্ষদ এবার থেকে প্রশ্নপত্রে QR Code ব্যবস্থা চালু করেন। পরীক্ষার প্রথম দিনেই প্রশ্ন ফাঁসের অভিযোগ আসে মালদহের দুই ছাত্রের উপর। ফলে পর্ষদ ওই দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেয়। ওই দুই ছাত্র প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেই সেই প্রশ্নটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ঘনিয়ে আসে বিপত্তি।
তাই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জানানো যাইতেছে যে তোমরা কখনই পরীক্ষার চলাকালীন প্রশ্ন ছবি তুলে কাউকে শেয়ার করো না এক্ষেত্রে তোমার পরীক্ষা বাতিল হতে পারে।
মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbbse.wb.gov.in/
মাধ্যমিক সাজেশন » মাধ্যমিক সাজেশন! সকল বিষয় একত্রে, অধ্যায় ভিত্তিক সমস্ত সাজেশন
প্রত্যেক পড়ুয়া নিজ প্রস্তুতিসহ মনোযোগ সহকারে পরীক্ষা দেবেন। যেহেতু প্রত্যেক শিক্ষার্থীর জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, সেক্ষেত্রে প্রত্যেকেই তাদের সামর্থ্য মত ভালো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। Edutips এর তরফ থেকে প্রত্যেক পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। আরও আপডেটেড তথ্য পেতে Edutips এর সঙ্গে থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »