OBC Certificate Canceled: কলকাতা হাইকোর্টের রায়, ২০১১-২৪ সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল! দেখে নিন

Kolkata High Court's Verdict: 5 Lakh OBC Certificates Cancelled

Kolkata High Court’s Verdict: All OBC Certificates Issued from 2011 to 2024 Cancelled!! কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকের এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে, ২০১১ থেকে ২০২৪ সালের মধ্যে রাজ্যের প্রদান করা সমস্ত ওবিসি (অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণি) সার্টিফিকেট বাতিল করা হবে। এই সিদ্ধান্তে প্রায় ৫ লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল হবে বলে জানা গেছে। প্রতিবেদন শেষে সম্পূর্ণ জাতির আপনারা লিস্ট PDF পেয়ে যাবেন!

কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল ২০১১-২০২৪ সালের সমস্ত ওবিসি সার্টিফিকেট

Kolkata High Court’s Verdict 5 Lakh OBC Certificates Cancelled: কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা এই রায় ঘোষণা করেছেন। তাঁদের বেঞ্চ জানিয়েছে, রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে নতুন ওবিসি তালিকা অনুমোদন করতে হবে

এই তালিকা ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন নির্ধারণ করবে এবং তা বিধানসভাকে পাঠানো হবে। বিধানসভা অনুমোদিত তালিকা অনুযায়ী পরবর্তী কালে ওবিসি হিসেবে গণ্য করা হবে।

হাইকোর্টের OBC সার্টিফিকেট বাতিল রায়ের মূল পয়েন্টগুলি

রায়ের মূল পয়েন্টবিস্তারিত
বাতিল সার্টিফিকেট২০১১-২০২৪ সালের মধ্যে প্রদত্ত সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল
পুরনো সার্টিফিকেট২০১০-এর আগের নথিভুক্ত ওবিসি সংরক্ষণ তালিকা বহাল
নতুন তালিকা১৯৯৩ সালের আইন মেনে নতুন ওবিসি সংরক্ষণ তালিকা তৈরি করতে হবে
প্রভাবিত ব্যক্তিরাইতিমধ্যে ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি প্রভাবিত হবেন না

এই রায়ের ফলে রাজ্যের শিক্ষার্থীরা এবং চাকরিপ্রার্থীরা যারা ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে বিভিন্ন সুবিধা পেয়েছেন, তাঁদের মধ্যে নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে আদালত আশ্বস্ত করেছে যে, যাঁরা ইতিমধ্যে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পেয়েছেন, তাঁদের চাকরি নিরাপদ থাকবে।

দেখে নিন: মাধ্যমিক পাশ করলেই মোবাইল কেনার ১০০০০ টাকা! কি কি কাগজপত্র লাগবে? কবে আবেদন জানুন

WB OBC List: কাদের নাম থাকলো? কাদের বাদ গেল?

LIST OF OBCs FOR THE STATE OF WEST BENGAL: পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত সকল ওবিসি জাতি গোষ্ঠীদের নামের তালিকা এবং সেখান থেকে ২০১১ এর পরে যেগুলি অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি বাদ চলে যাবে।

লিস্ট চেক করুন: Westbengal OBC List 2024

এই রায় পশ্চিমবঙ্গের ওবিসি সম্প্রদায়ের মধ্যে একটি বড় পরিবর্তন আনতে পারে। যদিও যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন, কিংবা চাকরি জয়েনিং এর মুখে রয়েছেন তাঁরা নিরাপদে থাকবেন। নতুন করে যারা আবেদন করবেন তাঁদের জন্য নতুন ওবিসি তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরবর্তী প্রক্রিয়ার দিকে নজর গোটা রাজ্যবাসীর, ভোট পরবর্তী আশা করি সমস্ত কিছু আপডেট আসবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram