Tab Er Taka: ক্লাস 11/12 এর ট্যাবের ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে না! নতুন তারিখ কবে? দেখেনিন।

Tab Er Taka

Taruner Swapna 2024: দ্বাদশ শ্রেণীর সঙ্গে এবারে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের ১০ হাজার টাকা আগামী ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের একাউন্টে দেওয়ার ঘোষণা করেছিল স্কুল শিক্ষা দপ্তর, প্রস্তুতিও ছিল তুঙ্গে। কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে স্কুল শিক্ষা দপ্তর পরিকল্পনা বাতিল করলেন এবং সমস্ত ট্রেজারিগুলিকে টাকা দেওয়া স্থগিত রাখার নির্দেশ দিলেন। কি কারনে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়েন।

২০২১ সালে করোনা আবহে অনলাইন পঠনপাঠান বিস্তার কাটানোর জন্য রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন যা তরণের স্বপ্ন প্রকল্প নামে পরিচিত। বিগত বছরগুলিতে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এই টাকা দেওয়া হতো কিন্তু এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণী উভয় ছাত্রছাত্রীদের মোবাইল কেনার ১০ হাজার টাকা দেওয়া হবে। এর জন্য রাজ্য সরকার অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ করেছে। 

তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার নির্দেশ 

তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যাতে ছাত্রছাত্রীদের একাউন্টে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢুকে যায় এর জন্য স্কুল শিক্ষা দপ্তর জুলাই মাস থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন। রাজ্যের সমস্ত জেলার মোট 87 টি ট্রেজারির একাউন্টে তরুণের স্বপ্নে প্রকল্পের জন্য সব মিলিয়ে মোট ১,৩৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল। এই ট্রেজারি থেকে ছাত্রছাত্রীদের একাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার অর্থাৎ শিক্ষক দিবসের দিন। ‌ কিন্তু শেষ মুহূর্তে এসে স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত ট্রেজারিগুলিকে নির্দেশ দেন তরুনের স্বপ্ন প্রকল্পের টাকা স্থগিত রাখার জন্য। 

আরোও পড়ুন: September Holiday List 2024: সেপ্টেম্বর মাসে কতগুলো ছুটি থাকছে? এক নজরে দেখে নিন

কি কারনে স্থগিত রাখা হচ্ছে 

ঠিক কি কারনে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগামী 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে এ সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। শিক্ষা দপ্তরের দাবি “প্রশাসনিক কারণে” টাকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। 

প্রসঙ্গত জানিয়ে রাখি RG Kar কান্ডের জন্য সরকারিভাবে শিক্ষক দিবসের সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে এর ফলে রাজ্যের স্কুলগুলিতে এ বছরের শিক্ষক ধুমধাম করে নয় সচেতনামূলক কর্মসূচির মাধ্যমে ছোট করে পালন করা হবে। এবারে এক অভিনব সাজে শিক্ষক দিবস পালিত হবে কালো প্যান্ডেলের মধ্য শিক্ষকরা কালো ব্যাচ পরে শিক্ষক দিবস উদযাপন হবে। 

অবশ্যই পড়ুন » Tab er Taka: ট্যাবের ১০ হাজার টাকা, ১৫০০ কোটি বরাদ্দ! সমালোচনার মুখে রাজ্য সরকার, দেখে নিন

যেহেতু আগামী ৫ ই সেপ্টেম্বর তরুনের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না তাই শিক্ষা দপ্তরে তরফ থেকে তরুনের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করা হবে। এ সম্পর্কে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোন রকম আপডেট পেলেই সবার প্রথমে EduTips Bangla ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই আমাদের ওয়েবসাইট প্রতিদিন ফলো করুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram