টাকা দিলেই মিলছে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের প্রশ্ন? টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস প্রতারণা সাবধান!

Nitya Gorai

Published on:

Madhyamik HS Question Paper Leak Scam

মাত্র হাজার টাকা দিলেই পাওয়া যাচ্ছে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের প্রশ্ন? টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপে দাবি করা হচ্ছে!

প্রযুক্তির আনুকূল্যে সব জায়গাতে প্রতারণার পাশাপাশি এখন এই চক্র বাসা বেঁধেছে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মতো বোর্ড পরীক্ষার প্রশ্ন ফাঁসেও, এবং এর শিকার হচ্ছে সাধারণ ছাত্র-ছাত্রীরা! তাই ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ সতর্কতামূলক আজকের এই পোস্ট, কোনোভাবেও ভুল করে এই রকমের প্রতারণাতে পা দেবে না।

মাধ্যমিক উচ্চমাধ্যমিক প্রশ্নপত্র ফাঁস প্রতারণা

বোর্ড পরীক্ষার প্রশ্নের সুরক্ষা সম্পূর্ণভাবে অত্যন্ত শক্ত, এমনকি অসাধারণ ভাবেও পরীক্ষার আগে তার ফাঁস হওয়া সম্ভব নয়। একাধিক স্তরের সুরক্ষার মাধ্যমে এগুলি শুধুমাত্র পরীক্ষার দিনেই প্রকাশ হবে।

যদিও প্রত্যেক বছরই সামাজিক মাধ্যম বা ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস বা ছবি তুলে ভাইরাল হওয়ার ঘটনা দেখা গেলেও তা পরীক্ষা শুরু হওয়ার পরে হয়। কিছু ছাত্র-ছাত্রী মোবাইলে ছবি তুলে তা করে থাকে, কিন্তু আগে থেকে কোনভাবেই প্রশ্ন আউট হওয়ার কোনো রকম সুযোগ বা সম্ভাবনা নেই!

কাজেই এই শেষ সপ্তাহে এই সমস্ত অনাবশ্যকীয় কার্যকলাপে মনোননিবেশ না করে, নিজের প্রস্তুতিকে সুদৃঢ় করো, মানসিকভাবে প্রস্তুতি নাও এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে শরীরকে প্রস্তুত রাখো, যাতে পরীক্ষার সময় নিজের সেরাটুকু দিতে পারো।

ইতিমধ্যেই যদি তোমাদের চোখে এরকম কোন ঘটনা এসে থাকে, বা কোন গ্রুপে এই রকমের বেআইনি কার্যকলাপ চলছে – অবশ্যই আমাদের জানাতে পারো, পারলে প্রমাণ সংগ্রহ করে পাঠিও। আমরা অবশ্যই সেটি কর্তৃপক্ষের সামনে নিয়ে এসে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করব।

Madhyamik Mock Test Question PAPER
🎯 টার্গেট মাধ্যমিক Success Mock Test ⭐ [All Subjects @49]

🔰 কেন সংগ্রহ করবেন?

  • 👉 সর্বাধিক কমন প্রশ্ন এবং সাজেশন নিয়ে সম্পূর্ণ প্রশ্ন সেট (90 Marks) 7 Subjects
  • 👉 ইংরেজিতে প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ🔥
  • 👉 শেষ মুহূর্তে নিজের প্রস্তুতিকে যাচাই করে ভুলগুলোর উপর কাজ করতে পারবে⭐
  • 👉 অবশ্যই আত্মবিশ্বাস বাড়াবে ✊

🧩 কোনরকম সহায়তা প্রয়োজন হলে রয়েছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট+91 9907260741

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram