Madhyamik Pariksha Control Room 2024: মাধ্যমিক কন্ট্রোল রুম! সমস্যা হলে কোন নাম্বারে ফোন করবে? দেখে নাও

Madhyamik Pariksha Control Room 2024 Phone Number

Madhyamik Pariksha 2024 WBBSE Control Room: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রতিবছরের মতো আবারো কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তথা Westbengal Board of Secondary Education. আজ অর্থাৎ ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন থেকেই সংসদের প্রধান কন্ট্রোলরুম তার সঙ্গে পরীক্ষার সেকশন এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে চারটি রিজিওনাল কন্ট্রোল রুমের মোবাইল নম্বর দেওয়া হয়েছে।

   

মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ডিস্ট্রিবিউশন পরীক্ষার কেন্দ্র সুরক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত সকল ধরনের সুবিধা এবং সমস্যার সমাধান করবে কন্ট্রোল রুমগুলি। ছাত্রছাত্রীরা তাদের রিজিওনাল কন্ট্রোল রুমের নাম্বার জানতে নিচে টেবিল থেকে পেয়ে যাবে। তাই সম্পূর্ণ পোস্টটা পড়ার অনুরোধ রইলো।

মাধ্যমিক সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের নোটিফিকেশন

In Revision to the WBBSE Notification No D.S. (C)/015/24, Dated 17.01.2024, from 11 AM today, i.e., 26.01.2024, the Control Room for Madhyamik Pariksha (SE) 2024 of West Bengal Board of Secondary Education shall be operational. 
Email (Examination Dept.)[email protected]
(পরীক্ষা চলাকালীন যে কোনো রকম সমস্যার জন্য উপরোক্ত ই-মেইলে অভিযোগ লিখে পাঠাতে পারবেন)
Examination Section033-23213216
033-23213844

ছাত্র-ছাত্রীদের জন্য রিজিওনাল অফিসের ফোন নম্বর

যে কোন মাধ্যমিক পরীক্ষার্থী, স্কুলের শিক্ষক, কিংবা মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীর অভিভাবক যে কোন সময় পরীক্ষা কেন্দ্রের সমস্যা, পরীক্ষা দিতে যাওয়ার সমস্যা থেকে শুরু করে সমস্ত রকম সমস্যার জন্য তাদের রিজিওনাল কন্ট্রোলরুমে যোগাযোগ করতে পারে শুধুমাত্র ফোন কলের মাধ্যমে।

Control Room033 23592277
033 23592278
Burdwan Regional Office (বর্ধমান)9147135747
Medinipur Regional Office (মেদিনীপুর)9147135752
North Bengal Regional Office (উত্তরবঙ্গ)9147135748
Kolkata Regional Office (কলকাতা)9147135749

যথাক্রমে বর্ধমান, মেদিনীপুর, উত্তরবঙ্গ এবং কলকাতা চারটি রিজিওনাল কন্ট্রোল রুম অফিসের জন্য চারটি যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীরা তাদের নিকটবর্তী কন্ট্রোলরুমে যোগাযোগ নম্বরে সাহায্যের জন্য ফোন করতে পারে। মাধ্যমিক পরীক্ষার শুরুর এক সপ্তাহ আগে অর্থাৎ আর ২৬ শে জানুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শেষ দিন পর্যন্ত এই কন্ট্রোল রুমগুলি ২৪ ঘন্টা ছাত্র-ছাত্রীদের স্বার্থে খোলা থাকবে সমস্ত রকম সুবিধা প্রদান করার জন্য।

** পর্ষদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন » Download Notification

মিস করবেন না! মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ মুহূর্তের টিপস! কিভাবে নিজেকে প্রস্তুত করবে, অবশ্যই দেখে নাও

পর্ষদের পক্ষ থেকে এই উদ্যোগ সত্যিই তারিফ করার, এতে ছাত্র-ছাত্রীদের কোনরূপ সমস্যা হলে বা অভিভাবক অভিভাবকদের কোন অভিযোগ থাকলে তা সরাসরি পর্ষদের কন্ট্রোলরুমে তারা বলতে পারবেন। তার সঙ্গে পরীক্ষা চলাকালীন কোনরকম সমস্যারও সমাধান সম্ভব হবে। তোমাদের পরীক্ষার্থীদের অসংখ্য শুভকামনা, খুব ভালো করে পরীক্ষা দাও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram