WBCHSE: উচ্চমাধ্যমিক সেমিস্টার সিলেবাসে পরিবর্তন! কোন কোন বিষয়? সংসদের নোটিশ দেখে নিন

WBCHSE HS New Semester Syllabus Updated Notification 2024

WBCHSE HS New Semester Syllabus Update Notification 2024: প্রথমবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সেমিস্টার সিস্টেম চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষার সংসদ। ইতিমধ্যে কয়েক মাস পড়াশোনা হয়ে গিয়েছে, সেপ্টেম্বরে রয়েছে পরীক্ষা। কিন্তু শেষ মুহূর্তে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বেশ কয়েকটি বিষয়ের সিলেবাসের ছোটখাটো পরিবর্তন করা হলো

উচ্চ মাধ্যমিক সেমিস্টারে নতুন সিলেবাস আপডেট

কোন কোন অধ্যায় বা সেমিস্টার গুলিতে ছোটখাটো পরিবর্তন বা নতুন আপডেট এসেছে সেগুলো যেমন আমরা সিলেবাস ধরে ধরে বুঝিয়ে বলে দেবো। তার পাশাপাশি WBCHSE Official বিজ্ঞপ্তিও আপনারা পোস্টের থেকে পেয়ে যাবেন, সেখানে আপনারা নিজেরাও একবার ভেরিফাই করে দেখে নেবেন।

কোন কোন বিষয়ে (Subjects) কি কি পরিবর্তন করা হয়েছে?

নতুন সিলেবাস আপডেটে রয়েছে স্ট্যাটিসটিক্স, ভূগোল, ইতিহাস এবং ফিলোসফির মত বিষয়; প্রথমে রয়েছে Statistics বা রাশিবিজ্ঞান, যেখানে সিলেবাসের কিছু প্রিন্টিং মিসটেকের জন্য, DGCSIR- to be read as “DGCIS“।

তার পরবর্তী বিষয় ভূগোল (Geography) যেখানে দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসে তিন নম্বর অধ্যায় ভারতের ভূগোল, সেখানে “Natural Disaster Management Policy” to be read as “Salient Features of National Disaster Management Plan 2019”

ইতিহাসের (History) ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে দ্বাদশ শ্রেণিতে, তৃতীয় সিমেস্টারের ক্ষেত্রে। দশম এবং সপ্তদশ শতাব্দী পর্যন্ত পাঁচ জন পরিব্রাজকের ইতিহাস পড়লেই হবে। ফিলোসফি (Philosophy) বা দর্শনের ক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সেমিস্টারের নম্বর বিভাজনের পরিবর্তন আনা হয়েছে, সিলেবাস একই রয়েছে।

চেক করুন: HS Semester Syllabus 2024: উচ্চমাধ্যমিক নতুন সেমিস্টার সিলেবাস (All Subjects)!

WB HS Semester New Syllabus Minor Change
WB HS Semester New Syllabus Minor Change

প্রথম সেমিস্টারের পরীক্ষাতে প্রভাব (HS 1st Semester Exam)

আপাতত প্রথম সেমিস্টারের শুধুমাত্র স্ট্যাটিসটিকস কিছু সিলেবাসে ছোটখাটো ক্ষুদ্র পরিবর্তন বাকি সমস্ত সিলেবাস দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সেমিস্টারের জন্য। তো ছাত্রছাত্রীদের সেপ্টেম্বরের মাস বা প্রথম সেমিস্টারের পরীক্ষাতে কোনরকম প্রভাব পড়বে না।

দেখে নিন: HS Semester অফিসিয়াল OMR শিট ও পরীক্ষা দেওয়ার নিয়ম প্রকাশ করল উচ্চমাধ্যমিক সংসদ

নতুন সেমিস্টার সিলেবাসে আপডেট বিষয় অফিসিয়াল নোটিফিকেশন: L/PR/ 324/24Download PDF
WBCHSE ওয়েবসাইটwbchse.wb.gov.in

সংসদে তরফ থেকে এও জানানো হয়েছে খুব তাড়াতাড়ি সিলেবাসের তৃতীয় সংস্করণ মডিফাইড বই প্রকাশ করবে, যেটা ছাত্রছাত্রীরা সিলেবাস সম্পর্কে বিস্তারিত আপডেটের ধারণা পেয়ে যাবে। ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য এদুটিপস বাংলা সর্বদাই পাশে আছে, সব আপডেট সবার আগে হাতের মুঠো পৌঁছে দেওয়ার জন্য

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram