HS Semester 2024 Exam Rules: নতুন সেমিস্টার উচ্চ মাধ্যমিকে সবাই পাস! ছাত্র ছাত্রীদের সুবিধা, দেখে নিন

HS Semester 2024 Exam Rules WBCHSE

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যাপক পরিবর্তন আনছে। নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষা পুরোপুরি সেমিস্টার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং চারটি সেমিস্টারের মোট নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে। আজকের প্রতিবেদনে নতুন সেমিস্টার পরীক্ষার নিয়মে কি কি আসছে? কি কি সুবিধা হবে ছাত্রছাত্রীদের? সমস্ত কিছু এক নজরে জানতে পেরে যাবেন।

   

এক নজরে উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমের সমস্ত নিয়ম

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। এর অর্থ, চারটি সেমিস্টারের পরীক্ষার মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল নির্ধারণ করা হবে। এই নতুন পদ্ধতি শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুবিধা বয়ে আনতে পারে।

নতুন নিয়মের মূল বৈশিষ্ট্য:

  • চারটি সেমিস্টার: একাদশ ও দ্বাদশ শ্রেণীতে মোট চারটি সেমিস্টার থাকবে।
  • পরীক্ষার দায়িত্ব: প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা স্কুল কর্তৃপক্ষ পরিচালনা করবে, এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিচালনা করবে।
  • পরীক্ষার ধরন: প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা MCQ (বহুবিকল্প প্রশ্ন) ভিত্তিক হবে, এবং দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা SQ (সংক্ষিপ্ত উত্তর) ও BQ (বর্ণনামূলক) প্রশ্নের সমন্বয়ে গঠিত হবে।
  • নম্বর বণ্টন: প্রথম ও দ্বিতীয় সেমিস্টার মিলে মোট 30% এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টার মিলে মোট 70% নম্বর উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
  • পরীক্ষার সময়সূচী: প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নভেম্বর মাসে এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা মার্চ মাসে অনুষ্ঠিত হবে।
  • পরীক্ষার কেন্দ্র: প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হোম সেন্টারে এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
  • মূল্যায়ন: তৃতীয় সেমিস্টারের MCQ পরীক্ষার খাতা মেশিনের মাধ্যমে এবং চতুর্থ সেমিস্টারের SQ ও BQ পরীক্ষার খাতা উচ্চ মাধ্যমিকের প্রচলিত নিয়ম অনুযায়ী মূল্যায়ন করা হবে।

আরো দেখুন » WBCHSE Semester 2024 New Syllabus PDF: উচ্চ মাধ্যমিক নতুন সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন পিডিএফ ডাউনলোড!

সেমিস্টারের পড়াশোনা তে কি কি সুবিধা হবে ছাত্রছাত্রীদের

প্রথমত, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষার চাপ কম হবে। কারণ, একসাথে অনেক বিষয়ের পরীক্ষা দিতে হবে না।

দ্বিতীয়ত, এই পদ্ধতিতে শিক্ষার্থীরা নিয়মিত মূল্যায়নের মাধ্যমে তাদের জ্ঞান পরীক্ষা করতে পারবে।

তৃতীয়ত, MCQ ও SQ/BQ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশে সাহায্য করবে।

চতুর্থত, নিয়মিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভুল ধরতে এবং সংশোধন করতে পারবে।

পঞ্চমত, এই পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।

সংগ্রহ করে নাও » WBCHSE Semester 2024 New Syllabus PDF: উচ্চ মাধ্যমিক নতুন সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন পিডিএফ ডাউনলোড!

তবে, এই নতুন পদ্ধতিতে কিছু চ্যালেঞ্জও রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার জন্য বেশি মনোযোগী হতে হবে। শিক্ষকদেরও নতুন পদ্ধতিতে পাঠদানের জন্য প্রস্তুত থাকতে হবে।সামগ্রিকভাবে বলা যায়, নতুন সেমিস্টার পদ্ধতি উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে আরও কার্যকর ও আধুনিক করে তুলতে সাহায্য করবে

উচ্চ মাধ্যমিকের নতুন সেমিস্টার পদ্ধতি ও পরীক্ষা নিয়ম সম্পর্কে আরও বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট (https://wbchse.wb.gov.in/) পরিদর্শন করুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram