প্রিয় উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের (Pure Science) এবং সহ জীববিজ্ঞান বিভাগের (Bio Science) ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য টেস্ট পেপার এবং কিছু প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে। প্রথমেই বলে দিই,মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকে সংসদের তরফ থেকে বিনামূল্যে কোনরকম টেস্ট পেপার দেওয়া হয় না! বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে কম্পিটিটিভ এক্সাম এর জন্য টেস্ট পেপার পাবলিশ করে সংসদ যদিও সেটা দু বছর আগের কথা।
মনে রাখবে, টেস্ট পেপারটা পুরাতন হলেও সিলেবাস যেহেতু বদলাইনি তাই তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতেই পারো। সায়েন্স বিভাগের ক্ষেত্রে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা সুবিধা পাবে। বিজ্ঞান বিভাগের জন্য সমস্ত বিষয় (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং বায়োলজি), বাংলা ইংরেজি কমন পেপার গুলোর সঙ্গে আনুষঙ্গিক আজকে পাবে।
উচ্চ মাধ্যমিক সায়েন্স টেস্ট পেপার (HS Science Test Paper & Practice Set 2024)
প্রধানত তোমাদেরকে দুটি পিডিএফ দেওয়া হবে। একটি পিডিএফ শুধুমাত্র উচ্চমাধ্যমিকের বোর্ড পরীক্ষার ওপর ফোকাস করে বাংলা মিডিয়াম ছাত্র-ছাত্রীদের জন্য। আর একটা পিডিএফএ থাকবে সমস্ত কম্পিটিটিভ এক্সাম এর সঙ্গে সঙ্গে উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিষয়গুলোর ইংরেজি ভার্সন। তোমরা চাইলে দুটোই সংগ্রহ করে নিতে পারো, তবে এটা খেয়াল রাখবে দুটোই বড় ফাইল তাই কিন্তু মোবাইলের ডেটা হিসেব রেখে ডাউনলোড করবে, চাইলে তোমরা দুদিন ধরেও ডাউনলোড করতে পারো দুটো ফাইল।
WBCHSE HS Test Paper 2024 (ইংরেজি)
প্রশ্ন এবং উত্তর সহ ইংরেজি Model Question with Answer Key English (1 MB) | Download |
5 YEAR QUESTIONS WITH SAMPLE ANSWERS ENGLISH Published by: West Bengal Council of Higher Secondary Education Published on: October, 2020 (602 KB) | Download |
উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগ (HS Science Test Paper)
Sample Question Set including Question Pattern Science (উচ্চ মাধ্যমিক বাংলা মিডিয়াম ছাত্র-ছাত্রী দের জন্য) 572 MB **** | Download |
Mock Test Papers Science for WBCHSE and Competitive Exam (এই বইটি পুরোপুরি ইংরেজিতে এবং উচ্চ মাধ্যমিকের পাশাপাশি জাতীয় স্তরের কম্পিটিটিভ এন্ট্রান্স পরীক্ষাগুলোতেও সাহায্য করবে।) 224 MB | Download |
বিষয় ভিত্তিক Sample Question এবং প্র্যাকটিস সেট
Mathematics (122 MB) | Download |
Physics (94 MB) | Download |
Chemistry (171 MB) | Download |
Biology Part I (304 MB) | Download |
Biology Part II (219 MB) | Download |
Nutrition (পুষ্টি বিজ্ঞান) [2 MB] | Download |
ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ করে বলব তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির সাজেশন আমাদের তরফ থেকে দেওয়া হবে আশা করি আজ সন্ধ্যে থেকে আপলোড করে দেওয়া হবে। তবে তোমরা বেশি সময়টুকু অংকে দাও, কারণ অঙ্কের মতো বিষয়ের কোন সাজেশন হয় না এবং এর কোন নির্দিষ্ট সিলেবাসও নেই। তাই তোমরা যতটুকু প্র্যাকটিসে সময় দেবে ততই তোমরা পরীক্ষা ভালো ফল করতে পারবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »