HS Philosophy Question Paper 2024: উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্নপত্র ২০২৪, সম্পূর্ণ PDF উত্তরসহ ডাউনলোড করে নাও!

WB HS Philosophy Question Paper 2024 Solution PDF Download

উচ্চ মাধ্যমিক কলা বিভাগের ছাত্র ছাত্রীদের দর্শন পরীক্ষা কিছুদিন আগে হয়ে গেলেও আমরা ওই প্রশ্নটি পোস্ট করতে ভুলে গিয়েছিলাম। গতকালই সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার শেষ হয়ে গেছে। আশা করছি সকল পরীক্ষার্থীদেরই পরীক্ষা খুব ভালো হয়েছে। আজকের এই পোষ্টের মাধ্যমে উচ্চ মাধ্যমিক ২০২৪ পরীক্ষার দর্শন প্রশ্নপত্র, উত্তরসহ সম্পূর্ণ আলোচনা করে দেওয়া হল।

   
HS Philosophy Question Paper 2024
পূর্ণমান৮০ নম্বর
তারিখ২৩শে ফেব্রুয়ারী, ২০২৪ (শুক্রবার)
পরীক্ষার সময়সূচি৩ ঘন্টা ১৫ মিনিট
প্রশ্নপত্রের পিডিএফPDF নিচে দেওয়া আছে

পরবর্তী বছরে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দেবে তাদের তো অবশ্যই এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত প্রশ্ন সংগ্রহ করতে হবে।

HS Philosophy Question Paper 2024 PDF Download (উচ্চমাধ্যমিক দর্শন প্রশ্নপত্র ২০২৪ পিডিএফ ডাউনলোড)

মাধ্যমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিক এবং সমস্ত বোর্ড পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সেই বোর্ড পরীক্ষার গত বছরের প্রশ্নগুলি অবশ্যই জেনে নেওয়া দরকার। কারণ বিগত বছরের কোশ্চেন থেকে উক্ত বছরের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে? কি কি পরীক্ষায় আসতে পারে? কোনগুলো বাদ যাবে? সে সব বিষয়ে অবগত হওয়া যায়। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে এই বছরের প্রশ্নপত্র সংগ্রহ করতে হবে। না হলে পরে বিপদে পড়তে হবে। তো নিচে দেওয়া DOWNLOAD PDF বাটনে ক্লিক করে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার প্রশ্নপত্র এর পিডিএফ ডাউনলোড করে নাও।

HS Political Science Question Paper 2024 PDF1.3 MB
Download PDF✅️

মিস করবে না! HS 2024 Result Date: উচ্চমাধ‍্যমিকের রেজাল্ট কবে বেরোবে? তারিখ জানাল সংসদ! অবশ্যই দেখে নিন।

HS 2024 Philosophy MCQ Question Answer (উচ্চমাধ্যমিক ২০২৪ দর্শন ছোট প্রশ্নের উত্তর)

উচ্চ মাধ্যমিক ২০২৪ এর দর্শন পরীক্ষার শুধুমাত্র বহুবিকল্প ভিত্তিক (MCQ) প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হল। আর বড় প্রশ্নগুলোর উত্তর তোমরা বই থেকে খুঁজে নাও। বড় প্রশ্নগুলোর উত্তর এখানে দেওয়া সম্ভব হল না। তো তোমরা শুধুমাত্র MCQ এর উত্তর গুলো দেখে নাও।

MCQ Answer
(a)   2. (a)   3. (c)  4. (d)  5. (a)  6. (d)  7. (d)  8. (b)  9. (a)  10. (a)   11. (a)  12. (b)  13. (c)   14. (b)  15. (b)  16. (b)  17. (d)  18. (b)   19. (c)  20. (b)  21. (c)  22. (d)  23. (b)  24. (c)

আরও দেখুন » Yogyashree Prakalpa: জেনারেল থেকে OBC সবাই পাবে যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

তোমাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হোক, তোমরা জীবনে সফল হও। পরবর্তীকালে তিন মাসে কি কি স্কলারশিপ আবেদন হচ্ছে, কলেজের ভর্তি তারপরে সমস্ত রকমের সুযোগ সুবিধার আপডেট, কোর্স অনলাইনের বিভিন্ন সংবাদ সমস্ত কিছু পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া ফলো করতে পারো তোমাদের গাইড করার দায়িত্ব আমাদের।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram