আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি মজবুত করতে EduTips Bangla এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক সমস্ত বিষয়ের বিষয়ভিত্তিক সাজেশন প্রকাশ করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা এই সাজেশনগুলি পড়ালেন নিঃসন্দেহে খুব ভালো ফলাফল পাবে।
আজকের এই পোস্টে উচ্চ মাধ্যমিক আর্টস বিভাগের যে সকল ছাত্রছাত্রীরা ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সমস্ত আর্টস বিভাগের বিষয়ের, বিষয়ভিত্তিক সাজেশনের পিডিএফ দেওয়া হয়েছে। ছাত্র ছাত্রীরা সহজেই নীচে দেওয়া লিংক থেকে সাজেশনের এই পিডিএফগুলি সংগ্রহ করতে পারবে।
WBCHSE HS Arts Suggestion 2024: উচ্চ মাধ্যমিক আর্টস সাজেশন ২০২৪ (কলা বিভাগ)
আর্টস বিভাগের যেসকল ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা ইংরেজি সহ সমস্ত বিষয়ের সাজেশন নিচে দেওয়া হয়েছে।
সাধারণ বিভাগ: বাংলা-ইংরেজি
আর্টস হোক বা সাইন্স বা কমার্স উচ্চমাধ্যমিকে সবার ক্ষেত্রে Compalsary দুটি বিষয় হল বাংলা ও ইংরেজি। অর্থাৎ উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের বাংলা ও ইংরেজি এই দুটি বিষয় রাখতেই হবে, এবার প্রথমেই দেখে নেওয়া যাক এই দুটি বিষয়ের সাজেশন।
বিষয় | ডাউনলোড সাজেশন |
---|---|
বাংলা (1st. Language) | Download Now |
ইংরেজি (2nd Language) | Download Now |
আরও আপডেট » WBCHSE HS Admit Card 2024: উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড দেওয়া হবে এই তারিখে! নোটিশ দিল সংসদ, দেখে নিন
Arts Subjects: কলা বিভাগের বিষয়গুলি
আর্টস বিভাগের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়ের সাজেশন নিচে দেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীরা বিষয়ভিত্তিক সমস্ত বিষয়ের সাজেশন ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করার জন্য বিষয়ের পাশে দেওয়া “Download PDF” অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করতে পারবে।
বিষয় | সাজেশন ডাউনলোড লিংক |
---|---|
দর্শন (Philosophy) | Download Pdf |
ভূগোল (Geography) | Download Pdf |
ইতিহাস (History) | Download Pdf |
পুষ্টিবিজ্ঞান (Nutrition) | Download Pdf |
সংস্কৃত (Sanskrit) | On Process |
শিক্ষাবিজ্ঞান (Education) | On Process |
কম্পিউটার আ্যপ্লিক্যাশন (Computer Application) | Download Pdf |
রাষ্ট্রবিজ্ঞান (Polytical Science) | Download Pdf |
উচ্চমাধ্যমিক আর্টস সংসদ টেস্ট পেপার (Arts All Subject’s) | Download Pdf |
মিস করবে না!
উপরে উচ্চ মাধ্যমিক আর্টস বিভাগের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসার প্রবণতা প্রবল এবং কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসতে পারে সমস্ত কিছু সাজেশনের মধ্যে কভার করা হয়েছে তাই যে সকল ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা উপরোক্ত সাজেশনগুলি ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »