GDS 2024 Apply Date: ১৫ই জুলাই থেকে পোস্ট অফিস GDS আবেদন! নোটিফিকেশন দেখে নিন

Post Office GDS Recruitment

Post Office GDS Recruitment Notification Out: যেসকল ছাত্র-ছাত্রীরা পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে তাদের জন্য অত্যন্ত সুখবর! অবশেষে প্রকাশিত হয়েছে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি। কবে থেকে আবেদন শুরু হচ্ছে? আবেদন প্রক্রিয়া কত দিন চলবে? কিভাবে আবেদন করবে? নিয়োগ প্রক্রিয়া, সম্পূর্ণ জানাবো আজকের এই প্রতিবেদনে।

   

এছাড়াও প্রতিবেদনের শেষে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন।

India Post Office GDS Recruitment 2024: পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক নিয়োগ‌

আগামী ১২ ই জুলাই, ২০২৪ শুক্রবার পোস্ট অফিসের তরফ থেকে গ্রামীন ডাক সেবক পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি (GDS Online Engagement Schedule, July 2024) প্রকাশ করা হয়েছে। আশা করি প্রত্যেকেই জানো পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য কোন রকম পরীক্ষা দিতে হয় না, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হয় এবং নিয়োগ করা হয়। ‌

বিস্তারিত পড়ুন: Post Office GDS: পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক – যোগ্যতা, বেতন, বিভিন্ন পদ ও প্রমোশন! সবকিছু দেখে নাও।

মোট শূন্যপদ (GDS Total Vacancy 2024)

ডাক বিভাগের তরফ থেকে যে নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে সেটিতে শুধুমাত্র কবে থেকে আবেদন শুরু হচ্ছে কত দিন চলবে এ বিষয়ে বলা রয়েছে। কোন রাজ্যে, কোন জেলায় ও কোন সার্কেল ও ডিভিশনের মধ্যে কতগুলি শূন্য পদ রয়েছে সবকিছু পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা হবে আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে।

এক্ষেত্রে জানিয়ে রাখি অল ইন্ডিয়া গ্রামীন ইউনিয়ন এর মহাসচিব SS MAHADEVAIAH জানিয়েছেন প্রায় ৩৫,০০০ শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা

যে সকল প্রার্থীরা গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে ইচ্ছুক তারা আগামী ১৫ই জুলাই থেকে আবেদন জানাতে পারবে, কারণ ১৫ই জুলাই, ২০২৪ তারিখ থেকে শুরু হচ্ছে GDS পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ই আগস্ট, ২০২৪ পর্যন্ত।

Sl No.ActivitiesSchedule
১)Registration and Submission of Online Application১৫ই জুলাই, ২০২৪ থেকে ৫ই, আগস্ট ২০২৪ পর্যন্ত।
২)Edit/Correction Window৬ই আগস্ট ২০২৪ থেকে ৮ই আগস্ট ২০২৪ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া

ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৫ তারিখ থেকে অনলাইনের মাধ্যমে পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের আবেদন জানাতে পারবে। পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট (indiapostgdsonline.gov.in)থেকে আবেদন জানাতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুনDownload Notification
পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক (GDS) অফিসিয়াল ওয়েবসাইটindiapostgdsonline.gov.in

নিয়োগ বিজ্ঞপ্তি: SSC MTS Recruitment 2024: মাধ্যমিক পাশে 8326 পদে স্টাফ এবং হাবিলদার নিয়োগ! আবেদন শুরু

সকল আবেদন প্রার্থীদের জন্য আগাম শুভেচ্ছা। কিভাবে আবেদন করবে? কি কি ডকুমেন্টস প্রয়োজন? সমস্ত কিছু জানতে চোখ রাখুন EduTips Bangla পোর্টাল।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram