GATE 2025 Registration: IIT/NIT তে মাস্টার্স GATE পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু! শেষ তারিখ দেখে নিন

GATE 2025 Registration by IIT Roorkee Application Form Fill Up Fees Last Date

গ্রাজুয়েশন পাঠরত ছাত্রছাত্রীরা গ্রাজুয়েশন পরবর্তী মাস্টার্স করার দারুন সুযোগ পাবেন ভারতের প্রথম স্তরের IIT, NIT প্রমুখ ইনস্টিটিউশন থেকে! মাস্টার্স পড়ার জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের Graduate Aptitude Test in Engineering বা GATE পরীক্ষায় বসতে হবে। তাই চলতি বছরে GATE 2025 পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো।

GATE পরীক্ষা রেজিস্ট্রেশন শুরু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

পরীক্ষার নামGraduate Aptitude Test in Engineering
GATE পরীক্ষার তারিখ1, 2, 15 এবং 16 ফেব্রুয়ারি 2025
আবেদন শুরুর তারিখ২৮শে আগস্ট ২০২৪
আবেদন শেষের তারিখ২৬ শে অক্টোবর ২০২৪

GATE 2025 Eligibility Criteria: পরীক্ষায় বসার যোগ্যতা

1. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই Engineering/ Technology/ Architecture/ Science/ Commerce/ Arts/ Humanities যে কোন একটি শাখায় গ্রাজুয়েশন ডিগ্রি করে রাখতে হবে, অথবা অন্তিম বর্ষের পড়ুয়া হতে হবে।

2.. এছাড়াও যে সকল প্রার্থীরা ইতিমধ্যেই BE/BTech/BArch/BPlanning কোর্স গুলি সম্পন্ন করেছেন তারাও এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

Documents Required for GATE Application: কি কি ডকুমেন্টস লাগবে?

  • প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • একটি সাদা পৃষ্ঠায় প্রার্থীর নিজস্ব স্বাক্ষরের স্ক্যান।
  • জাতিগত সার্টিফিকেট থাকলে বৈধ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হতে হবে।
  • প্রার্থীর জাতীয়তা প্রমাণের জন্য ফটো আইডি অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড

GATE Examination Application Fees: আবেদন মূল্য

সাধারণ ক্ষেত্রে

  • মহিলা তপশিলী জাতি এবং উপজাতি এবং শারীরিক বিশেষ সক্ষম ব্যক্তিদের জন্য – 900 টাকা
  • সাধারণ ব্যক্তিদের (General/OBC) জন্য – ১৮০০ টাকা

গেট পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই আগে আমরা একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই বছর পরীক্ষার দায়িত্বে রয়েছে আইআইটি রুরকি (IIT Roorkee) এবং সহযোগিতায় সমস্ত আইআইটি গুলি থাকবে।

রেজিস্ট্রেশন করা সরাসরি লিংক: gate2025.iitr.ac.in

বিস্তারিত » প্রকাশিত GATE 2025, আইআইটি গুলিতে পড়ার সুযোগ! সম্পূর্ণ দেখে নিন

গেট ২০২৫ অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন এবং লগইন করে আবেদন পত্র পূরণ করা যাবে। GATE পরীক্ষার তথ্য নিয়ে আলোচনা আমাদের পোস্টটি অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করে নেবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram