রাজ্যজুড়ে চাকরিপ্রার্থীদের জন্য আবারো একটি দারুন খবর। সম্প্রতি সরকারি দপ্তরের চুক্তিভিত্তিক বা কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে বেশকিছু শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের জন্য অতিরিক্ত কি কি যোগ্যতা লাগছে, কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি কি শর্তাবলী আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন।
Data Entry Operator Recruitment 2024: পূর্ব বর্ধমান জেলায় ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2024
আবেদনকারী প্রার্থীকে লিখিত পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে। লিখিত পরীক্ষার পরে প্রার্থীদের কম্পিউটারের নলেজের বিষয় একটি পরীক্ষা নেওয়া হবে, যেখানে প্রার্থীদের মাইক্রোসফট এক্সেল এবং ইন্টারনেট এর বেসিক নলেজের বিষয় একাধিক প্রশ্ন করা হবে। সফলভাবে উত্তীর্ণ হলে সফল প্রার্থীদের একটি প্যানেল লিস্ট বানানো হবে এবং সেই লিস্ট অনুসারে প্রার্থীদের নিয়োগ হবে।
নিয়োগের পদ | ডাটা এন্ট্রি অপারেটর |
মোট শূন্য পদ | 15 টি |
মাসিক বেতন | ১১ হাজার টাকা |
আবেদন শুরুর তারিখ | ২৭ শে আগস্ট ২০২৪ |
আবেদন শেষের তারিখ | ১৪ ই সেপ্টেম্বর ২০২৪ |
চাকরির সময়সীমা | তিন বছরের চুক্তিভিত্তিক পদ |
Eligibility Criteria: আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
1. আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই পূর্ব বর্ধমানের স্থায়ী বাসিন্দা হতে হবে। যোগ্যতা স্বরূপ প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে করতে হবে।
2. পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটারের বেসিক নলেজে রাখতে হবে।
3. আবেদনকারী প্রার্থীর অবশ্যই ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে অবশ্য সংরক্ষিত শ্রেণী জন্য বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় আছে।
জেনে নিন: Gram Panchayat Job: পঞ্চায়েতে চাকরি কিভাবে পাবে? বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা ও বেতন!
Documents Required for Application: আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
- প্রার্থীর জন্মের প্রমাণস্বরূপ মাধ্যমিকের এডমিট কার্ড,
- নির্দিষ্ট ঠিকানার যথাযথ প্রমাণ অর্থাৎ বিদ্যুতের বিল কিংবা রেশন কার্ড,
- গ্রাজুয়েশন ডিগ্রীর পাশের বৈধ সার্টিফিকেট,
- কম্পিউটারে বেসিক নলেজের সার্টিফিকেট,
- প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি,
- জাতিগত সার্টিফিকেট যদি থাকে।
Application Process: কিভাবে আবেদন করবেন
- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে পূর্ব বর্ধমান জেলার অফিশিয়াল পোর্টাল purbabardhaman.nic.in প্রবেশ করতে হবে।
- সেখানে লেটেস্ট রিক্রুটমেন্ট সেকশনে আপনারা এই বিষয়ক আবেদনের বিজ্ঞপ্তি পেয়ে যাবেন।
- সরাসরি ফরম পূরণের মাধ্যমে আবেদন জমা নেওয়ার চলছে।
Notice of applications for the post of Data Entry Operator on contractual basis. | Apply Link |
District Land and Land Reforms Memo No:-DEO/841/2024 Purba Bardhaman. | Notice PDF (896 KB) |
আরো দেখুন: ICDS: নতুন করে জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ! অনলাইনে এবং অফলাইনে ফর্ম ফিলাপ
বিস্তারিত তথ্য আপনারা নোটিসের পিডিএফ টা ডাউনলোড করলেই দেখতে পেয়ে যাবেন, বাকি কোন সমস্যা থাকলে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। পরবর্তী সকল প্রকার চাকরি থেকে পড়াশোনা কেরিয়ারের আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »