Biswabina Scholarship 2024: বিশ্ববীণা স্কলারশিপ আবেদন শুরু! ১২০০০ টাকা পাবে ছাত্রছাত্রীরা, দেখে নিন

Biswabina Foundation Scholarship Eligibility 2024 Application Form

ছাত্র-ছাত্রীরা তোমাদের জন্য রয়েছে একের পর এক দারুন সকল স্কলারশিপের আপডেট। আজ তোমাদের সঙ্গে একটি সমাজসেবী সংস্থার কর্তৃক পরিচালিত স্কলারশিপ বিশ্ববীনা ফাউন্ডেশন স্কলারশিপ (Biswabina Scholarship) -এর বিষয়ে আলোচনা করব। সকল মেধাসম্পন্ন ছাত্রছাত্রীরা যারা আর্থিক অনটনের মধ্যে পড়াশোনা করছ, তাদের পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের এই NGO ফাউন্ডেশন। আজকের এই প্রতিবেদনে আমরা এই স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জেনে নেব

Biswabina Scholarship 2024-25: বিশ্ববীণা স্কলারশিপ

যে সকল ছাত্র-ছাত্রীরা চলতি বছরে উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে বা অন্য কোন পেশাদারী কোর্সে ভর্তি হয়েছো বা কোন টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছো, তাদের জন্যই এই স্কলারশিপের সুযোগ। বাইরে থাকাকালীন খাওয়া খরচ, থাকা খরচ এবং পড়াশোনার যাবতীয় খরচ এই স্কলারশিপের মাধ্যমে তোমরা পেতে পারবে।

Eligibility Criteria: স্কলারশিপে কি কি যোগ্যতা লাগবে?

এই স্কলারশিপের আবেদনের জন্য প্রার্থীতে যে সকল নূন্যতম যোগ্যতা আবশ্যিক ভাবে রাখতেই হবে তা হল

  1. প্রার্থী এবং তার পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  2. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েশন কিংবা কোন পেশাদারী কোর্সে অবশ্যই ভর্তি হতে হবে।
  3. তাদের পূর্ববর্তী শিক্ষাবর্ষের নূন্যতম ৮০ শতাংশ নাম্বার রাখতেই হবে

আরো দেখুন: SBI Scholarship 2024: স্কলারশিপ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক, মিলবে ১০,০০০ টাকা! অনলাইনে আবেদন 

Documents Required for Application: আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে

  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং বৈধ মার্কশিট।
  • প্রার্থীর নিজস্ব জাতীয়তার প্রমাণস্বরূপ আধার কিংবা ভোটার কার্ড ।
  • প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • প্রার্থীর পারিবারিক আয়ের উপযুক্ত প্রমাণ।
  • প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার ছবি।
  • জাতিগত সার্টিফিকেট যদি থাকে।

Biswabina Foundation Scholarship Application Process: কিভাবে আবেদন?

স্কলারশিপ আবেদন সম্পূর্ণভাবে অফলাইন মাধ্যমে হবে অর্থাৎ যারা এই স্কলারশিপে নাম নথিভুক্ত করতে ইচ্ছুক তাদের এই প্রাইভেট সংস্থার অফিসিয়াল পোর্টাল থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং ব্যক্তিগত তথ্য শিক্ষাগত তথ্য সহ উপযুক্ত ডকুমেন্টস (উপরে দেওয়া হয়েছে) এক কপি সহ নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েবসাইটে উল্লেখিত ঠিকানায় স্পিড পোস্ট করে দিতে হবে

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

সংস্থার কাছে আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ই সেপ্টেম্বর, তার আগে অবশ্যই আপনাকে স্পিড পোস্ট করে দিতে হবে যাতে উল্লিখিত তারিখের আগে আবেদন পত্র গিয়ে পৌঁছায় অথবা আপনারা যদি মেদিনীপুরেরই বাসিন্দা হন আপনারা সরাসরি সংস্থার দপ্তরে জমা করে আসতে পারেন

Biswabina Foundation (A Public Charitable Trust)
M/9, Bidhannagar (Near Lalkuthi), P.O.-Midnapore District- Paschim Medinipur, Pin-721101
বিশ্ববীণা স্কলারশিপের 2024-25 আবেদন পত্র PDFDownload Form
সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটbiswabinafoundation.in
যোগাযোগEmail: [email protected]
Mobile: 9933068844

আরো দেখুন: শুরু হল নবান্ন স্কলারশিপ 2024-25, পাবেন ১০০০০ টাকা! বাড়িতে বসেই

এটি সত্যিই একটি দারুন স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য, তথ্য আপডেটের পাশাপাশি এইটার উপর বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি আমরা দেওয়ার চেষ্টা করব। ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করার জন্য EduTips সর্বদা রয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram