২০২৪ সালে সফলভাবে উত্তীর্ণ সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য অত্যন্ত খুশির খবর। ইতিমধ্যে তোমাদের জন্য বিভিন্ন বেসরকারি স্কলারশিপের আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আগামী দিনে শুরু হতে চলেছে। আজকের এই প্রতিবেদনে একটি জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করা হয়েছে যেটিতে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই জনপ্রিয় বেসরকারি স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? কত টাকা পাবে? কিভাবে আবেদন করবে? বিস্তারিত দেখে নাও।
ArcelorMittal Nippon Steel Beti Padhao Scholarship
AM/NS India হলো বিশ্বের একটি জনপ্রিয় স্টিল তৈরির কোম্পানি। এই কোম্পানি বিদ্যাসারথী পোর্টালের সহায়তায় দরিদ্র পরিবারে কন্যা সন্তানদের উচ্চশিক্ষার জন্য ArcelorMittal Nippon Steel Beti Padhao Scholarship এর সূচনা করে। বেসরকারিতে স্কলারশিপ থেকে পড়ুয়ারা ৫০,০০০ টাকা পর্যন্ত বৃত্তির সুবিধা পেতে পারে।
কোন কোর্সে কত টাকা পাবে?
এবার নিচের তালিকা থেকে দেখে নাও তুমি যে কোর্সে পড়াশোনা করছো সেই কোর্সে কত টাকা স্কলারশিপ পাবে।
কোন ক্লাসে এবং কোন কোর্সে কত টাকা পাবে | |
নবম শ্রেণী | বার্ষিক ১২,০০০ টাকা |
দশম শ্রেণী | বার্ষিক ১২,০০০ টাকা |
একাদশ ও দ্বাদশ শ্রেণী | বার্ষিক ১৫,০০০ টাকা |
B.E বা B.Tech কোর্স | বার্ষিক ৫০,০০০ টাকা |
গ্রেজুয়েশন | বার্ষিক ৪০,০০০ টাকা |
মেডিকেল কোর্স | বার্ষিক ৫০,০০০ টাকা |
ITI | বার্ষিক ১০,০০০ টাকা |
ডিপ্লোমা | বার্ষিক ২০,০০০ টাকা |
অন্যান্য ফুল টাইম প্রফেশনাল কোর্স | বার্ষিক ৩০,০০০ টাকা |
রাজ্য স্তরের খেলোয়াড় | বার্ষিক ৫০,০০০ টাকা |
ন্যাশনাল স্তরের খেলোয়াড় | বার্ষিক ৫০,০০০ টাকা |
আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন
জনপ্রিয় এই স্টিল কোম্পানির স্কলারশিপ পাওয়ার জন্য পড়ুয়াদের নিম্নলিখিত যোগ্যতাগুলি প্রয়োজন।
- এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই একজন ছাত্রী হতে হবে। কারণ এই স্কলারশি শুধুমাত্র মেয়েদের জন্য।
- এই স্কলারশিপে আবেদনের জন্য বিগত পরীক্ষায় ৬০ শতাংশ প্রয়োজন।
- এই বেসরকারি স্কলারশিপে শুধুমাত্র সেই সকল ছাত্রীরায় আবেদন করতে পারবে যাদের পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম।
আরো স্কলারশিপ: জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ ৪৮০০০ টাকা, ল্যাপটপ! কিভাবে আবেদন দেখে নিন
প্রয়োজনীয় কাগজপত্র সমূহ (Documents)
এবার দেখে নেওয়া যাক এই স্কলারশিপে আবেদন করার সময় ছাত্র-ছাত্রীদের কোন কোন ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সমস্ত ডকুমেন্ট .png ফাইলে আপলোড করতে হবে।
- বিগত পরীক্ষার মার্কশিট।
- আইডেন্টিটি প্রুফ (যেমন: আধার কার্ড)
- ঠিকানার প্রমাণপত্র
- ইনকাম সার্টিফিকেট
- নতুন কোর্সে ভর্তির রশিদ
- আবেদনকারীর ব্যাংকের পাসবুক।
অনলাইন আবেদন পদ্ধতি
এই স্কলারশিপে অনলাইনে আবেদন করার জন্য পড়ুয়াদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে।
- পড়ুয়াদের প্রথমেই বিদ্যাসারথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এবং এরপর “BROWSE AVAILABLE SCHEMES” অপশনে ক্লিক করলে ছাত্রীদের সামনে এই স্কলারশিপ Show করবে।
- এরপর আবেদনকারী বর্তমানে যে কোর্সে পড়াশোনা করছে সেই কোর্সের নিচে থাকে “Apply” অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর আবেদনকারীকে প্রথমেই নাম মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- এরপর আবেদনকারীর পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেল সমস্ত কিছু ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
- সবশেষে সবকিছু ঠিকঠাক দেখে নিয়ে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
আবেদন করুন: ছাত্রছাত্রীদের ৩০০০০ টাকা স্কলারশিপ! কারা পাবে? অনলাইনে আবেদন দেখে নিন
আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ
২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১শে আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত।
অফিসিয়াল ওয়েবসাইট | VidyaSaarthi Portal |
অনলাইন আবেদন লিংক | Apply Now |
আবেদনের শেষ তারিখ | ৩১.০৮.২০২৪ |
আজকের এই প্রতিবেদনটি অবশ্যই নিজেদের ছাত্রী বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই স্কলারশিপের সুবিধা নিতে পারে। যেহেতু এটি একটি বেসরকারি স্কলারশিপ তাই এই স্কলারশিপ থেকে সকলেই যে টাকা পাবে তা কিন্তু নয় রেজাল্ট ও পারিবারিক ইনকাম সহ আবেদনকারীর অবস্থা দেখে এই স্কলারশিপের টাকা দেওয়া হয়। পড়াশোনা ও স্কলারশিপ আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »